না ভাই, এসব রেডিও আমার নাই। অনলাইনে রেডিও দেখতে দেখতে স্বপ্ন দেখতাম এসব রেডিও একদিন আমারও হবে। আপাতত বাংলাদেশে অনলাইনে পাওয়া যায় এমন কিছু রেডিও আপনাদের দেখাচ্ছি।
প্যানাসনিক আরএফ-৫৬২ডিডি
দারাজে বর্তমান দাম ৪৯৫০ টাকা। মিডিয়াম ওয়েভ, শর্টওয়েভ, এফএম এই ৩ ব্যান্ডের রেডিও এটি। দেখতে পুরাতন আমলের মনে হলেও এটি ডিএসপি রেডিও। আমি নিজেও এনালগ রেডিও মনে করে কিনতে চেয়েছিলাম। পরে ইউটিউবে এবং ফেসবুকে নানা জনের মতামত শুনে আর কেনার আগ্রহ থাকে নাই। এই রেডিও পাবেন এই লিংক এ।
এটিএস-২০ রেডিও
বাজারে Si4732 বেসড কিছু রেডিও আছে। তার মধ্যে এই রেডিও’টি সবচেয়ে কম দামের। বর্তমান দাম ৪৯৯১ টাকা। পাওয়া যাচ্ছে দারাজে। মিডিয়াম ওয়েভ, শর্টওয়েভ এবং এফেম ব্যান্ড আছে। সাথে আছে এসএসবি সূবিধা। তবে বর্তমানে এর অনেক উন্নততর ভার্শন পাওয়া যাচ্ছে। সেগুলিতে টাচস্ক্রিণ সহ আরো নানা সূবিধা বর্তমান। দামও অবশ্য সেরকম, ৯ হাজার থেকে মোটামুটি ১৫ হাজার টাকা দাম। এটিএস-২০ পাওয়া যাবে এই লিংক এ। এটিএস-১০০ পাবেন এই লিংক এ।
ইন্টারনেট রেডিও
এরকম একটা রেডিও কেনার শখ অনেকদিনের। তবে প্রতিবার যখন চিন্তা করি তখন মনে হয় পিসি বা মোবাইল দিয়ে তো এরকম অনেক রেডিও ষ্টেশন শোনা যায়। শুধূ শুধূ টাকা দিয়ে এরকম রেডিও কেনার কোন মানে হয় না। আবার দাম কিন্তু নিতান্ত কমও না। যেমন এই WR-800D এর বর্তমান দাম ১৬+ হাজার টাকা। দারাজে এই কিছুদিন আগেও ৬-৮ হাজার টাকায় কিছু মডেল পাওয়া যেতো, কিন্তু এখন খূজেও সেই সব মডেল পেলাম না। WR-800Dমডেলটি পাবেন এই লিংক এ।
এসডিআর রেডিও
সফটওয়্যার ডিফাইন রেডিও কোন পূর্নাঙ্গ রেডিও না। এর হার্ডওয়্যার এর সাথে কম্পিউটার এর সংযোগ দিয়ে সফটওয়্যার দিয়ে চালাতে হয়। আমি কমদামী একটা মডেল নিয়েছিলাম। কিন্তু আমার লোকেশনে এটি খূব ভালভাবে কাজ করে না। প্রচুর নয়েজ থাকায় আমার সাধারণ রেডিও এর চাইতে ভাল মনে হয়েছে। এরকম একটি রিসিভার ডঙ্গল পাবেন এই লিংক এ।
আজ এপর্যন্তই। ভবিষ্যতে আরো কিছু মডেল নিয়ে কথা বলবো।
ফেসবুক মন্তব্য