শেয়ার মার্কেটে আমার কিছু বিনিয়োগ আছে। গত এক বছর বা তারও বেশী সময় ধরে প্রায় ৩০% ক্ষতি’তে আছে পুরো বিনিয়োগ। শেষ কয়েক সপ্তাহে সেটি ১৮% এ নেমে এসেছে।
এই সময়ের মধ্যে কিছু কিছু শেয়ার এর দাম বৃদ্ধি পাওয়ায় বিক্রি করেছিলাম। তাতে ক্যাপিটাল গেইন হয়েছে প্রায় হাজার বিশেক টাকা। কিন্তু একটি বাদে অন্য সব শেয়ার এখনও ক্রয়মূল্যের নিচে। ২টি ব্যাংকের শেয়ার আছে এস. আলম গ্রুপের। তার একটিতে ক্ষতি ৫০ হাজার টাকার উপরে। এটির মার্কেট প্রাইস আদৌ আমার ক্রয় মূল্যের কাছাকাছি আসবে কিনা সন্দেহ আছে।
আপাতত লভ্যাংশ দিয়ে ক্ষতি পোষানোর স্বপ্ন দেখছি। গত এক বছরে সর্বমোট লভ্যাংশ পেয়েছি ২২ হাজার টাকার মতো। এভাবে মোট ক্ষতি পুষিয়ে আনতে আরো কয়েক বছর লাগবে মনে হয়। আর শেয়ার মার্কেট এর সার্বিক অবস্থা যদি ভাল হয় তো এই ক্ষতি পুষিয়ে লাভের মুখ দেখবো।
ফেসবুক মন্তব্য