গতকাল পূজার ছবি তুলবো বলে বাসা থেকে বের হয়েছিলাম সকাল সকাল। বাইরেই নাশতা করার ইচ্ছা ছিলো। পূজা মন্ডপে গিয়ে যখন দেখলাম বেশী সকালে চলে এসেছি, তখন বের হলাম নাশতা করার জন্য। হাটতে হাটতে বিজিএমইএ ভবন, তারপর শান্ত-মারিয়াম পার হয়ে যখন ওয়ার্ল্ড ইউনিভার্সিটির কাছাকাছি তখন উল্টো দিকে বেশ কিছু টং দোকান টাইপের দোকান দেখলাম। কিন্তু কোনটাই তখন পর্যন্ত খুলে নাই। একমাত্র ষ্টার কিচেন খোলা দেখা গেলো।
ভিতরে বেশ খোলামেলা জায়গা। গ্রাহক তেমন নাই। হয়তো ছুটির দিন বলে। টেবিলের উপর দেখলাম মেনু আছে। ২টা আইটেম খোঁজ করে পেলাম না। অর্ডার করলাম ২ পরোটা, সবজি ভাজি, ডিম পোঁচ। সাথে এক বোতল পানি আর শেষে চা। ষ্টিলের প্লেট, গ্লাস ব্যবহার করে দেখলাম। খাবার সাধারণ। তবে ভাজির পরিমান কম মনে হলো। ২টা পরোটা কোন রকমে চলে। আমি পরে আরেকটা পরোটা অর্ডার করলাম ডিম দিয়ে খাওয়ার জন্য। বিল দিলাম ১১৫ টাকা।
গুগল ম্যাপে রেষ্টুরেন্ট নাই এই জায়গায়। আমি ছবির জিপিএস ইনফো দিয়ে মার্ক করেছি। ঠিকানা দিয়ে Add Place করতে গেলে মিরপুরের একই নামের আরেক রেষ্টুরেন্ট দেখায়। সেটারও ঠিকানা একই রকম, কেবল মিরপুরের ঠিকানায় ব্লক ডি, মিরপুর আর এটাতে সেক্টর ১৭, উত্তরা।
ঠিকানা : বাসা ১, রোড ১/এ, সেক্টর ১৭, উ্তরা, ঢাকা ১২৩০ (এভেনিউ ৬ মেইন রোডেই পাবেন)। বিপরীত দিকে শান্ত মারিয়াম আর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি আছে। একটু দুরেই বিজিএমইএ ভবন।
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য