বর্তমান বিশ্বে করোনা ভাইরাসের কারণে জীবন যাত্রায় বিশাল এক ছন্দপতন ঘটেছে। ব্যাপক ভাইরাস সংক্রমনের কারণে সবাইকে ঘরে থাকতে হচ্ছে। ঘরে বসে হয়তো বিরক্ত হয়ে পরছেন। এই সময় বই পড়তে পারেন সিনেমা দেখতে পারেন। ইউটিউবে প্রচুর ছায়াছবি আছে। আছে নানা বিষয়ের উপর তথ্যচিত্র / প্রামান্যচিত্র। আর আছে বিভিন্ন বিষয়ের উপর শিক্ষামূলক ভিডিও। আসুন আজ আমরা খূঁজে দেখি প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা সত্যজিত রায়ের কোন কোন চলচ্চিত্র ইউটিউবে আছে।
সত্যজিৎ রায় (২ মে, ১৯২১ – ২৩ এপ্রিল, ১৯৯২) ছিলেন এক ভারতীয় চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলা চলচ্চিত্র জগতের এক বিশিষ্ট ব্যক্তিত্ব তথা বিশ্ব চলচ্চিত্রের শ্রেষ্ঠ চিত্র পরিচালকদের মধ্যে অন্যতম। সত্যজিৎ রায় জন্মগ্রহণ করেন কলকাতার এক বাঙালি পরিবারে। তিনি নিজের কর্মজীবন শুরু করেছিলেন একজন বিজ্ঞাপনের জুনিয়র ভিজুয়ালাইজার হিসেবে। ১৯৪৯ সালে ফরাসি চলচ্চিত্র পরিচালক জঁ রনোয়ার কলকাতায় দ্য রিভার ছবির শ্যুটিং করতে এলে, তার সঙ্গে সত্যজিতের সাক্ষাৎ ঘটে। ১৯৫০ সালে লন্ডনে গিয়ে সত্যজিৎ ভিত্তোরিও দে সিকার লাদ্রি দি বিচিক্লেত্তে (বাইসাইকেল থিভস) ছবিটি দেখেন। এই দু’টি ঘটনাই তাঁকে চলচ্চিত্র পরিচালক হতে অনুপ্রাণিত করেছিল। সত্যজিৎ রায় পরিচালিত প্রথম ছবি পথের পাঁচাল মুক্তি পায় ১৯৫৫ সালে। তিনি মোট ৩৬টি ছবি পরিচালনা করেন। এর মধ্যে ২৯টি ছিল কাহিনিচিত্র, পাঁচটি তথ্যচিত্র ও দু’টি স্বল্প দৈর্ঘ্যের ছবি। (উইকিপিডিয়া)
০১. পথের পাঁচালি (A Song of the Little Road)
০২. অপরাজিত (The Unvanquished)
০৩. পরশ পাথর (The Philosopher’s Stone)
০৪. জলসাঘর (The Music Room)
০৫. অপুর সংসার (The World of Apu)
০৬. দেবী (The Goddess)
০৭. তিন কন্যা (Three Daughters)
০৮. Rabindranath Tagore (Documentary)
০৯. কাঞ্চনজঙ্ঘা (Kanchanjangha)
১০. অভিযান (The Expedition)
১১. মহানগর (The Big City)
১২. চারুলতা (The Lonely Wife)
১৩. Two (Short Film)
১৪. কাপুরুষ ও মহাপুরুষ (The Coward, The Holy Man)
১৫. নায়ক (The Hero)
১৬. চিড়িয়াখানা (The Zoo)
১৭. গুপি গাইন বাঘা বাইন (The Aventures of Goopy and Bagha)
১৮. অরণ্যের দিন রাত্রি (Days and Nights in the Forest)
১৯. প্রতিদ্বন্ধী (The Adversary)
২০. সীমাবদ্ধ (Company Limited)
২১. The Inner Eye (Short Documentary Film)
২২. Sikkim (Documentary)
২৩. অশনী সংকেত (Distant Thunder)
২৪. সোনার কেল্লা (The Golden Fortress)
২৫. জন অরণ্য (The Middleman)
২৬. Bala (Short Documentary Film
২৭. Shatranj Ka Khiladi (The Chess Players)
২৮. জয় বাবা ফেলুনাথ (The Elephant God)
২৯. হীরক রাজার দেশে (The Kingdom of Diamonds)
৩০. Pikoo (Pikoo’s Day) (Short Film)
৩১. Sadgati (Deliverance)
৩২. ঘরে বাইরে (The Home & The World)
৩৩. Sukumar Ray (Short Documentary Film)
৩৪. গণশত্রু (Enemy of the People)
৩৫. আগন্তুক (The Stranger)
সত্যজিত রায় এর সালওয়ারি ছায়াছবির তালিকা পাবেন এই লিংকে।
শুরু করে দিন …
ঘরেই থাকুন, করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকুন।
ছবি : পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনায় সত্যজিতের সাথে রবি শংকর, ১৯৫৫ (উইকিমিডিয়া)
কৃতজ্ঞতা : আমি এই ছবির লিংকগুলো পেয়েছি রুদ্র নীল ইসলাম এর শেয়ার করা ফেসবুক ষ্ট্যাটাস থেকে। মূল ষ্ট্যাটাস এখানে।
ফেসবুক মন্তব্য