দারাজে অর্ডার করে ইদানিং নষ্ট প্রোডাক্ট পাচ্ছি। একটা M.2 এসএসডি এনক্লোজার অর্ডার করেছিলাম, ১০৫০ টাকা দামের। আজ হাতে পেয়ে প্যাকিং দেখে ভাল লেগেছিলো। বাবল র্যাপ দিয়ে বেশ ভাল মতো প্যাক করা। খোলার পর বুঝলাম…
জিনিসটা পুরাতন এবং ব্যবহৃত। দুই পাশে ২+২=৪টা স্ক্রু থাকার কথা, ছিলো ২টা। তার মধ্যে একটা আবার লাগে না। স্ক্রু-ড্রাইভার জং ধরা। ক্যাবল দিয়েছে পোর্টেবল হার্ডড্রাইভ এর, দরকার ছিলো টাইপ সি ক্যাবল।
এসএসডি লাগিয়ে নিজের একটা টাইপ সি ক্যাবল দিয়ে পিসি’তে কানেক্ট করার পর দেখি এরর দেখায়। মানে জিনিসটা পুরাতন, ব্যবহৃত এবং নষ্ট।
কি আর করা। বিকেলে রিটার্ন করে আসলাম দারাজের পিকআপ পয়েন্টে।
ফেসবুক মন্তব্য