গতকাল গিয়েছিলাম ্একজনের সাথে ডায়গনষ্টিক সেন্টরে। টেষ্ট যখন চলছে তখন EEG টেষ্ট করানোর জন্য এক পরিবার আসলো। রোগী এক বাচ্চা মেয়ে। বয়স ৪/৫ বছর হবে হয়তো। ভদ্রলোক ঘুমন্ত মেয়েকে কোলে নিয়ে বসলেন আমার পাশেই।
আলাপে জানলাম মেয়ে সোফা থেকে পড়ে গিয়েছিলো। তারপর বমি করে। এরপর আবার সব ঠিকঠাক। বাবা-মা আর ডাক্তারের কাছে নিয়ে যায় নাই। কিন্তু কিছু দিন (বা মাস) পরে থেকেই সমস্যার শুরু। মেয়ে দৌড়াদৌড়ি করতে গেলে বা কোন কারণে পড়ে গেলেই নাকি অজ্ঞান হয়ে যায়, খিচুনি হয়। এরপর তারা ডাক্তারের সাথে যোগাযোগ করেন।
ডাক্তার সব শুনে এক নিউরো স্পেশালিষ্টের কাছে রেফার করে দেন। সেই স্পেশালিষ্ট ডাক্তার এই টেষ্ট করতে দিয়েছেন। সেই সাথে পরিবারটিকে সম্ভাব্য বড় কোন বিপদের জন্য প্রস্তুত থাকতে বলেছেন। বলেছেন টেষ্ট রিপোর্ট ঠিক থাকলে হয়তো ঔষধে কাজ হবে। কিন্তু তিনি আশংকা করছেন অন্য কিছু। সেটি হলে মেয়েটি হয়তো ভবিষ্যতে শারীরিক বা মানসিক প্রতিবন্ধি হতে পারে।
যাওয়ার সময় দেখলাম মেয়েটি জেগে আছে। জুতা পড়া নিয়ে মনে হয় জেদ করছিলো। মা সরাসরি বাচ্চার মাথার পিছনে ঠাস ঠাস করে গোটা দুই চর মেরে দিলেন। ভদ্রলোককে আশেপাশে দেখলাম না।
আমি পুরোই স্তব্ধ হয়ে গিয়েছিলাম। মাথায় চর মারা নিয়ে যে কিছু বলবো বা বলা উচিত সেটি বলার মতো শক্তিও পেলাম না।
ফেসবুক মন্তব্য