৩টি বই নিয়ে এসেছিলাম একমাসেরও বেশী আগে। মাত্র ১টা শেষ করতে পেরেছি। বাসায় আব্বা অসুস্থ্য, মাঝে ৩/৪ দিন হাসপাতালেও ছিলো। তার চাইতেও বড় সমস্যা – মোবাইলে ফেসবুক খোলার পর আর হুশ থাকে না। ফেসবুক, ইনষ্টাগ্রাম, ফ্লিকার চলতেই থাকে। বই আর পড়া হয় না।
প্রথম বইটি জনাব ফয়েজ আহমদ এর লেখা মধ্যরাতে্র অম্বারোহী। ফয়েজ আহমেদ ছিলেন সাংবাদিক, সংবাদ সংগ্রহ করতে গিয়ে কিংবা পত্রিকা অফিসে বসে নানা রকম ঘটনা-দূর্ঘটনা নিজের চোখে দেখেছেন। তারই সংকলন এই বই। এর আরো কয়েকটি খন্ড আছে। নিজের জবানীতে লেখা বেশীরভাগ ঘটনা অবশ্য বিভিন্ন রাজনৈতিক ঘটনার সাথে সম্পর্কিত। পড়তে পড়তে আপনার অনেক সময়ই মনে হবে অমুক ঘটনার বিহাইন্ড দ্য সিন পড়ছেন। ইতিহাস, রাজনীতি নিয়ে আগ্রহ থাকলে বইটি পড়তে পারেন। অনেক কিছু জানা হবে।
এর পরের দু’টি বই প্রেমেন্দ্র মিত্রের, ঘনাদা সমগ্র ১ ও ২, সবে মাত্র পড়া শুরু করেছি। আগে ঘনাদা বিষয়ক কোন বই পড়েছিলাম কিনা মনে নেই। অল্প কথায় ঘনাদা হলেন চাঁপাবাজ টাইপের একজন মানুষ, তার সামনে কেউ কোন ঘটনার কথা শুরু করলেই তিনি তার বিচিত্র সব অভিজ্ঞতার ঝঁুলি খুলে বসেন। বিচিত্র সেই সব কাহিনী মিথ্যা হলেও পাঠক’কে আনন্দ দেয় নিঃসন্দেহে।
বই গুলো হয়তো আর এক সপ্তাহ রাখবো। তারপর আবার নতুন বই।
ভাল থাকুন।
ফেসবুক মন্তব্য