বেশ কিছুদিন ধরে একধরণের সিদ্ধান্তহীনতায় ভুগছি। কোন একক বিষয়ে না, বিভিন্ন বিষয়ে। করবো কি করবো না, করা ঠিক হবে কি না – এরকম। আমি সাধারণত খূব দ্রুত সিদ্ধান্ত নেই, বেশীর ভাগ সময় খূব বেশী গভীর চিন্তা ভাবনা না করেই। সব সময় যে সিদ্ধান্ত সঠিক হয় তা নয়, তবে দ্রুত সিদ্ধান্ত নেয়ার কারণে অনেক ক্ষেত্রে পুনর্বিবেচনার সূযোগ থাকে। অনেক সময় নিয়ে গভীর ভাবে চিন্তা করৈ সিদ্ধান্ত নেয়ার পর সেটি ভুল প্রমাণিত হলে হয়তো সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর কোন সূযোগ থাকে না।
কিন্তু এবার কোন সিদ্ধান্তেই আসতে পারছি না। কি এক দোটানায় পড়লাম।
ফেসবুক মন্তব্য