কয়েকদিন আগে আমার ইনফিনিক্স স্মার্ট ২ প্রো মোবাইল ফোনের ব্যাটারী ফুলে উঠতে শুরু করে। এমনিে এই মোবাইল তেমন একটা ব্যবহার করা হয় না। কারণ ছিলো এর এর অসম্ভব খারাপ ব্যাটারী লাইফ। চার্জ দিয়ে ফেলে রাখলেও দেখা যায় একদিন পরই চার্জ প্রায় শেষ হয়ে গেছে। মোবাইলের সাথে আসা কিছু এপস (ব্লটওয়্যার) আছে যেগুলো আনইনষ্টল করা যায় না , কিন্তু অসম্ভব চার্জ নষ্ট করে। ইদানিং আবার টাচ স্ক্রিনের কিছু কিছু অংশ কাজ করে না, মানে টাচ করলেও কোন রেসপন্স নাই।
ব্যাটারী ফুলে যাওয়ার পর ঠিক করলাম এটা ফেলে দিতে হবে। কিন্তু ফেলে দিয়ে আরেকটা কিনে আনার মতো টাকা আপাতত নাই। তাই চিন্তা করলাম একটা বাটন ফোন কিনবো। দারাজ থেকেই ওয়ালটনের একটা বাটনফোন কিনে ফেললাম। Walton Mobile Olvio L2 Feature Phone দাম নিলো ৮৩৯ টাকা। তবে ১১.১১ ক্যাম্পেইনে বিকাশ ক্যাশব্যাক থাকায় দাম কিছুটা কম পড়েছে।
মোবাইল হাতে পাওয়ার পর দেখি এটাতে ফুল সাইজ সিমকার্ড লাগবে। ইনফিনিক্স ফোনে মাইক্রো সিম কার্ড ব্যবহার করতাম। কিন্তু তার এডাপ্টার / কনভার্টার কোথায় রেখেছি খূজে পেলাম না। শেষমেষ আবারো দারাজ। খূজে পেতে ২টা অর্ডার করলাম। একটার দাম ১১ টাকা, আরেকটা ১২ টাকা। একটা ছিলো এলুমিনিয়াম এর তৈরী, অন্যটা প্লাষ্টিকের। আপাতত প্লাষ্টিকেরটা দিয়ে সিম মোবাইলে সেট করেছি।
একসেট কিনে রাখতে পারেন, প্রয়োজনের কথা চিন্তা করে।
Walton Mobile Olvio L2 Feature Phone (আপাতত ষ্টক আউট)
এলুমিনিয়াম সিম কার্ড টুল (দাম বেড়ে ২০ টাকা)
প্লাষ্টিক সিম কার্ড টুল
ফেসবুক মন্তব্য