সোশ্যাল মিডিয়া কি আমাদের আনসোশ্যাল করে দিচ্ছে ?
ইদানিং কারো বাসায় বেড়াতে গেলে বা কেউ বাসায় বেড়াতে আসলে শুরুতে হাসি মুখে কুশলাদি জিজ্ঞাসার পর নাশতা ইত্যাদির পাট চুকিয়ে কিছুক্ষণ হয়তো আলাপচারিতা চলে। এরপরই হয়তো দেখা যায় অভ্যাগত কেউ অথবা বাসার কেউ মোবাইল নিয়ে বুদ হয়ে যান। যে যার মোবাইল নিয়েই তারা ব্যস্ত হয়ে যান। ব্যতিক্রম অবশ্য মহিলারা এবং বাচ্চারা। মহিলারা হয়তো নানা বিষয়ে আলাপে মাতেন নিজেরা। বাচ্চারা হয়তো সবাই মিলে কম্পিউটার / ট্যাব / মোবাইল ফোনে গেম খেলে অথবা অন্য কিছু করে।
সমস্যা হলো পুরুষদের নিয়ে। তারাই বেড়াতে গেলে মোবাইল নিয়ে মাতেন বেশী। বিষয়টি যে দৃষ্টিকটু সেটাও মনে হয় তাদের মাথায় খেলে না। আমি নিজেও বেশ কয়েকবার এরকম পরিস্থিতিতে পড়েছি। অনেক সময় বাধ্য হয়েই নিজের মোবাইল বের করে ব্যস্ত হওয়ার চেষ্টা করেছি। পরিস্থিতি এমন যে কিছু যে বলবো সে অবস্থাও থাকে না।
দিন দিন মনে হয় এই প্রবণতা বাড়ছে।
ফেসবুক মন্তব্য