গত বছর হঠাৎ করেই আমার শাউমি ব্যান্ড এর ব্যটারী চার্জ নেয়া বন্ধ করে দিলো। ব্যাটারী চেঞ্জ করা যায় কিনা খোঁজ নিলাম প্রথমেই। সবাই বললো ফেলে দেয়াই ভাল। শেষ পর্যন্ত কিনেই ফেললাম হেইলু সোলার লাইট। স্মার্টওয়াচ হিসেবে খারাপ ছিলো না। কিন্তু এর বাটন কিছুদিন পরেই নষ্ট হয়ে গেলো। মানে কোন ভাবেই স্ক্রিনে কোন কিছু দেখা যাচ্ছিলো না। কেবল চার্জ করার সময় স্ক্রিণ দেখা যায়। তবে সব তথ্য মোবাইল এপ এ ঠিকই পাওয়া যাচ্ছিলো। সমস্যা কেবল সময় দেখার জন্য আগের মতোই মোবাইল বের করতে হচ্ছিলো।
ভাগ্নে আর ভাগ্নে বউ এখন প্রবাসী। কয়েকদিন আগে দেশে আসলো দু’জনে। পরদিন আমাকে উপহার দিলো CMF Watch Pro 2 by Nothing, চমৎকার একটি স্মার্টওয়াচ। দুই দিন হয় ব্যবহার করছি। গতবার ইচ্ছে ছিলো জিপিএস সহ একটা স্মার্টফোন কেনার। এই উপহার পেয়ে সেই আশা পুরণ হয়েছে। এখনও কিছু কিছু বিষয় বুঝতে বাকি আছে। হয়তো আরো কয়েকদিন লাগবে সবকিছু বুঝে উঠতে।
ভাল থাকুন নিরন্তর।

ফেসবুক মন্তব্য