সকালে তখন বিছানা ছাড়ি নাই। হাতের স্মার্ট ওয়াচ ভাইব্রেট করলো। হাত ঘুড়িয়ে দেখি ১০% চার্জ আছে বলে জানান দিলো। আরো কিছুক্ষণ পর উঠে বাথরুমে যাওয়ার আগে চার্জে দিবো বলে ক্যাবল খূঁজলাম। কিন্তু পেলাম না। সাধারনত একটা কৌটায় ছোটখাট জিনিসগুলি রাখি। বাথরুম থেকে ফিরে এসে আবারও খূঁজলাম। ফলাফল শুণ্য। এবার পুরো ঘরই ধরতে গেলে নাড়া দিলাম। যেখানে যতো ক্যাবল আছে সব বের করলাম। কিন্তু খূঁজে পাওয়া গেলো না। ঘাটাইলে কি নিয়ে গিয়েছিলাম ? সেখানে কি ফেলে আসলাম ? যতদূর মনে পড়ে ঘাটাইলে যাওয়ার দিন সকালে চার্জ করেছিলাম। এসব চিন্তা করতে করতে দারাজেও একবার ঢু মারলাম। একেবারই না পেলে তো একটা কিনতে হবে। না হলে স্মার্ট ওয়াচই বাতিল।
নাশতা করে ভাবলাম শেষ একবার কোণাকাঞ্চিতে খূঁজি। তারপর যা হয় হবে। আর তখনই চোখ গেলো ক্যামেরার চার্জারের দিকে, খাটের এক কোণায় পড়ে ছিলো। বের করতেই দেখি হতচ্ছাড়া এটার সাথেই লটকে ছিলো।
সাবধানের মার নাই। ভাবতেছি একটা ডুপ্লিকেট কিনে রাখবো।
ফেসবুক মন্তব্য