৩ডি প্রিন্টার যেহেতু অর্ডার করা হয়েই গেছে, ভাবলাম একটু পড়াশোনা করা অবশ্য কর্তব্য। অর্ডার করার আগেই অবশ্য খোঁজ নিয়েছিলাম প্রিন্টার দিয়ে প্রিন্ট করতে চাইলে কি নিজে ডিজাইন করে তারপর প্রিন্ট করতে হবে কিনা। এরকম হলে অবশ্য কখনই অর্ডার করতাম না। টুটাফাটা ফটোশপ জানলেও ৩ডি ডিজাইন সম্পর্কে বলতে গেলে কিছুই জানি না। খোঁজ নিতে গিয়ে জানা গেলো পৃথিবীর নানা প্রান্তের মানুষ তাদের তৈরী করা ৩ডি ডিজাইন বিনা মূল্যে ব্যবহারের জন্য অন্তর্জালে ছড়িয়ে দিয়েছেন। আসুন পরিচিত হই এরকম কিছু ওয়েব সাইটের সাথে যেখানে আমি আপনি পেতে পারি প্রয়োজনীয় ডিজাইনটি।
৩ডি ডিজাইন এর ক্ষেত্রে প্রথম যে নামটি আসবে সেটি হলো মেকার বট এর থিঙ্গিভার্স। সবচেয়ে বেশী ডিজাইন মনে হয় এখানেই পাওয়া যায়। তবে এই সাইটের ব্যাপারে একটি সাধারণ অভিযোগ হলো এখানে যে সব ডিজাইন আছে সব গুলি্ কিন্তু মানসম্মত না। এমন অনেক ডিজাইন আছে যেগুলি ত্রুটিপূর্ন।
দ্বিতীয় যে সাই সেটি হলো মাই মিনি ফ্যাক্টরি। এই সাইটে ফ্রি ডিজাইনের পাশাপাশি বেশ কিছু প্রিমিয়াম ডিজাইনও পাওয়া যায়, মানে সেগুলি আপনাকে কিনতে হবে। তবে মাই মিনি ফ্যাক্টরির সব ডিজাইনই আগে চেক করে তারপর ডাউনলোডের জন্য দেয়া হয়। সুতরাং ত্রুটিপূর্ন ডিজাইন আপনি কখনই এই সাইট থেকে পাবেন না।
তৃতীয় যে সাইট এর কথা বলবো সেটি আসলে একটি সার্চ ইঞ্জিন। বিভিন্ন সাইটে থাকা ৩ডি প্রিন্টেবল ডিজাইন খূঁজে বের করাই এই সার্চ ইঞ্জিনের কাজ। এখানে বলে রাখা ভাল এই সব ৩ডি ডিজাইন সাধারণত stl ফরম্যাটে থাকে। আর তাই এই সার্চ ইঞ্জিনের নাম STL Finder, আপনি শুধূ কিওয়ার্ড দিবেন আর এই সার্চ ইঞ্জিন খুঁজে বের করবে ডিজাইন।
আমি আপাতত এই ৩টি সাইট ব্যাপক ভাবে ব্যবহার করছি। কি আছে আর কি নাই, সেটা বুঝার চেষ্টা করছি। এখানে আরো একটু কথা বলে রাখা ভাল। STL ফরম্যাট পেলেই কিন্তু হবে না। এরপর এটিকে আপনার ৩ডি মডেলের উপযোগী করে gcode জেনারেট করতে হবে। আর সে কাজটি করবে স্লাইসার সফটওয়্যার। এসম্পর্কে সামনে কোন একদিন বলা যাবে।
সে পর্যন্ত ভাল থাকুন।
ফেসবুক মন্তব্য