ডোমেইন ক্রয়

বেশ আগে একবার বিটিসিএল থেকে একটি .কম.বিডি ডোমেইন কিনেছিলাম তৃতীয় পক্ষের মাধ্যমে। সেটির অভিজ্ঞতা খূব একটা সূখকর ছিলো না। কন্ট্রোল প্যানেলের এক্সেস ছিলো না আমার। সেই তৃতীয় পক্ষ আমার হোষ্টিং সার্ভিসে ডোমেইন এড অন করতে পারছিলো না। শেষ পর্যন্ত অবশ্য রিডাইরেক্ট করে দিয়েছিলো। ফলে আমি আলাদা কোন সাইট তৈরী করি নাই। ২ বছর ব্যবহারের পর সেটি এক্সপায়ার হয়ে যায়। সমস্যা হলো এক্সপায়ার হয়ে যাওয়ার পরও আমি এটি নিজের নামে কিনতে পারছিলাম না। একসময় ডোমেইন উন্মুক্ত হয়ে যায়। কিন্তু সেসময় এতোসব নিয়ম কানুন ছিলো যে সেটি আর নিজের নামে করার কোন আগ্রহ পাচ্ছিলাম না। মূল কথা হলো ডোমেইন কিনতে আমাকে স্বশরীরে অফিসে / ব্যাংকে দৌড়াতে হবে। কে করে এতো ঝামেলা।

গতকাল হঠাৎ করেই চোখে পরলো একটি পোষ্ট। ফেসবুকের ইক্যাব গ্রুপে একজন পোষ্ট দিলেন কিভাবে অনলাইনে বিটিসিএল থেকে ডোমেইন কেনা যাবে সে বিষয়ে। ছোট, কিন্তু খূবই চমৎকার ভাবে ষ্টেপ বাই ষ্টেপ প্রক্রিয়াটি বলা ছিলো। আমি সেভ করে রেখেছিলাম পোষ্টটি। রাত্রে ষ্টেপ বাই ষ্টেপ অনুসরন করে আবেদন করে ফেললাম ডোমেইন এর জন্য। আজ সকালে দেখলাম আমার আবেদন মঞ্জুর হয়েছে। এরপর নিয়ম মোতাবেক টাকা প্রদান করলাম। ডোমেইন কেনা হয়ে গেছে, এখন কেবল প্রোপাগেট করা বাকি।

১. আপনাকে প্রথমে https://bdia.btcl.com.bd/ এই ঠিকানায় গিয়ে একটি একাউন্ট খুলতে হবে। আপনি ব্যক্তগত কিংবা প্রাতিষ্ঠানিক একাউন্ট খুলতে পারেন। প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে ফর্ম পূর্ন করুন। ডকুমেন্ট হিসেবে আপনার ন্যাশনাল আইডি কার্ড বা পাসপোর্টের এর স্ক্যান কপি লাগবে।
২. একাউন্ট খোলা হলে Buy Doamin এ গিয়ে আপনার কাংখিত ডোমেইনটি সার্চ করুন। যদি এটি এভেইলেবল থাকে তবে কিনে ফেলুন।
৩. সাধারনত ২৪ ঘন্টার মধ্যেই আপনার একাউন্ট ভেরিফাই হয়ে এবং ডোমেইন এর ইনভয়েস ও পেমেন্ট অপশন ইমেইল / এসএমএস এ পেয়ে যাবেন। এর মধ্যে আপনি আপনার ইমেইল ও ফোন নাম্বার ভেরিফাই করে ফেলুন। প্রয়োজনীয় লিংক আপনার ক্লায়েন্ট এরিয়াতেই (প্রগফাইল) পাবেন।
৪. টেলিটক এবং বিকাশের মাধ্যমে পেমেন্ট করা যায়। টেলিটকে সিমে টাকা রিচার্জ করে তাদের নির্দেশনা মোতাবেক এসএমএস দিলে আপনার একাউন্ট থেকে টাকা কেটে নিবে। আপনি আপনার ডোমেইন প্যানেলে যেয়ে Bill & Payment অপশন থেকে বিকাশের পেমেন্ট গেটওয়ে এর মাধ্যমে পে করতে পারবেন। পেমেন্ট সম্পূর্ণ হলে আপনার ডোমেইন কেনা হয়ে যাবে।

বিটিসিএল এর ডোমেইন এর খরচ প্রতিবছর ৮০০ টাকা, কমপক্ষে ২ বছরের জন্য আপনাকে ডোমেইনটি কিনতে হবে। এর সাথে যোগ হবে ১৫% ভ্যাট। মানে হলো আপনাকে সর্বমোট ১৮৪০ টাকা খরচ করতে হবে।

বিটিসিএল এর ডোমেইন কেনার এই প্রক্রিয়াটি অনেক বেশী সহজ সরল। পিসি এবং ইন্টারনেট সম্পর্কে ন্যুনতম জ্ঞান থাকলে যে কেউ এখন খূব সহজেই নিজের বা প্রতিষ্ঠানের জন্য ডোমেইন কিনতে পারবেন।

আশা করি এই পোষ্টি আপনার / আপনাদের কাজে লাগবে।

ভাল থাকুন।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।