করোনার টিকা এবং সচেতনতা

টিকা সংক্রান্ত গুজব যেমন হেলথ টেকনোলজিষ্ট এর মাথায় ঢুকেছে তেমনি স্বল্প শিক্ষিত আয়ার কাছেও সঠিক তথ্য পৌছায় নাই। পার্শ্বপ্রতিক্রিয়া এবং কে নিতে পারবে আর কে নিতে পারবে না এসকল তথ্য আরো বেশী প্রচার হওয়া দরকার।

করোনা এবং টিকা

এখন কথা হলো – এই টিকার কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে ? সব ঔষধেরই কিছু না কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থাকে। তবে সেটি সবার ক্ষেত্রেই ঘটে এমনটি কিন্তু না। টিকা কেন্দ্রের একজন ডাক্তার সহজে বুঝানোর জন্য একটি চমৎকার উদাহরণ দিয়েছিলে। জন্মের পর বাচ্চাদের বেশ কিছু টিকা দিতে হয় কয়েক সপ্তাহ / মাসের ব্যবধানে। তখন কিন্তু সব বাবা-মাই একটু উদ্বিগ্ন থাকেন বাচ্চার জ্বর আসবে কিনা বা ব্যথা হবে কিনা তা নিয়ে। টিকা নেয়ার পর জ্বর বা ব্যথা হওয়া কিন্তু খূবই স্বাভাবিক একটি পার্শ্ব প্রতিক্রিয়া। করোনার টিকা নিলেও এমনটি হতে পারে।