বাসার লোকজন চিন্তিত। সারাদিনে ২ পিস রুটি খেয়ে অসুস্থ হয়ে পরবো, এই আশংকায় ভুগছে সবাই। সকালে এবং বিকালে নিয়ম করে হাটছি। যদিও গত ২ সপ্তাহে আব্বার অসুস্থতার করানে কন্টিনিউ করতে একটু প্রব হচ্ছে। তারপরও ৮-১০ হাজার ষ্টেপস হাটছি, দোকান, হাসপাতাল, ডাক্তারের চেম্বার সব জায়গায় যাই হেটে, আসি হেটে। সন্ধ্যার পর এলাকায় একটা চক্কর দেই। আর কিছু না পারলে এই রুম থেকে সেই রুম করি আধ ঘন্টা, যদিও খূব জোরে হাটা হয় না।