নতুন বছর

আমি কখনই কোন পরিকল্পনা সে রকম ভাবে বাস্তবায়ন করতে পারি না। এই করবো, সেই করবো করে অনেক কিছুই বলি। কিন্তু শেষতক আর সেরকম ভাবে কিছু হয় না। বেশীরভাগ সময় মাঝ পথে গিয়ে আগ্রহ হারিয়ে ফেলি। নতুন বছর শুরু হলো। মাথার মধ্যে অনেক কিছুই ঘুরতেছে। কিন্তু আমি তো জানি আমার অবস্থা। তাই এবারের পরিকল্পনা – যা মনে আসে তাই করবো। তারপরও ২/১টা বিষয় আছে যা করার চেষ্টা করবো মন লাগিয়ে।

আমার বই এর সংগ্রহ

এবারের বইমেলা

এবছর কি কিনলাম !?! এবছর কিছু অনুবাদ গ্রন্থ কিনেছি, সাথে ছিলো কিছু ক্লাসিক বই। সদ্য প্রকাশিত নতুন বই আগেও খূব একটা কেনা হতো না। এবারও সেই নিয়মের বাত্যয় হয়নি। নতুন বই বলতে মাত্র ২টি বই কিনেছি। এক. প্রীত রেজার স্মার্টফোন ফটোগ্রাফি এবং দুই রাগিব হাসানের বিজ্ঞানীদের কান্ড কারখানা ৩। বিজ্ঞানীদের কান্ড – কারখানার প্রথম খন্ডটি কেনা হয়েছিলো, পরে অবশ্য সেটি একজনকে উপহার দিয়েছিলাম। এবার তাই একত্রে ৩টি বই ই অর্ডার করেছি।

2019

স্বাগতম ২০১৯

আমার সাধারণত কোন পরিকল্পনা থাকে না নতুন বছরের জন্য। কারণ ঢাক ঢোল পিটিয়ে পরিকল্পনা করলেও দেখা যায় কিছুদিন পরেই সেটি মূখ থুবরে পরে। তবে মনে মনে এখন অনেক কিছুই ভেবে রাখি যে নতুন বছরে এই করবো সেই করবো ইত্যাদি। যেমন গত বছর ঠিক করেছিলাম নতুন বছরে আর কিছু না করি, নিয়মিত ব্লগ লিখবো। যদিও মাঝে ব্লগ লিখবো না ভ্লগ তৈরী করবো এটি নিয়ে কিছুটা দো’টানায় ছিলাম। শেষ পর্যন্ত ব্লগই চালিয়ে গেছি, যদিও খূব নিয়মিত না, মাঝে মধ্যেই ছন্দপতন হয়েছে। এ বছরও ইচ্ছে এই ব্লগ চালিয়ে যাব নিয়মিত, মাঝে সাজে হয়তো ভিডিও করবো কিছু। কারণ ভিডিও’তে সার্বিকভাবে এখনও ততোটা চালু হতে পারি নাই।