2019

স্বাগতম ২০১৯

আমার সাধারণত কোন পরিকল্পনা থাকে না নতুন বছরের জন্য। কারণ ঢাক ঢোল পিটিয়ে পরিকল্পনা করলেও দেখা যায় কিছুদিন পরেই সেটি মূখ থুবরে পরে। তবে মনে মনে এখন অনেক কিছুই ভেবে রাখি যে নতুন বছরে এই করবো সেই করবো ইত্যাদি। যেমন গত বছর ঠিক করেছিলাম নতুন বছরে আর কিছু না করি, নিয়মিত ব্লগ লিখবো। যদিও মাঝে ব্লগ লিখবো না ভ্লগ তৈরী করবো এটি নিয়ে কিছুটা দো’টানায় ছিলাম। শেষ পর্যন্ত ব্লগই চালিয়ে গেছি, যদিও খূব নিয়মিত না, মাঝে মধ্যেই ছন্দপতন হয়েছে। এ বছরও ইচ্ছে এই ব্লগ চালিয়ে যাব নিয়মিত, মাঝে সাজে হয়তো ভিডিও করবো কিছু। কারণ ভিডিও’তে সার্বিকভাবে এখনও ততোটা চালু হতে পারি নাই।