বেশ কয়েক বছর আগে হঠাৎ করেই ডিজেআই অসমো পকেট কিনে ফেলেছিলাম তেমন কিছু চিন্তা না করেই। তখন ভিডিও নিয়ে খূব একটা মাথা ঘামাই নাই। তারপরও কিনেছিলাম। অথচ এই কয় বছরে খূব একটা যে ব্যবহার করেছি তাও কিন্তু না। ছাড়া ছাড়া ভাবে কিছু ভিডিও করেছি বটে, তবে সেগুলো আমার হার্ডডিস্কেই রয়ে গেছে।
ইদানিং যখন একটু সিরিয়াসলি ভিডিও করার কথা চিন্তা করছি তখন দেখা যাচ্ছে এর আয়ু প্রায় শেষ। ভিতরের ব্যাটারি ফুলে গেছে, সাউন্ড ঠিকমতো রেকর্ড হয় না। তারপরও এখানে ওখানে ভিডিও করে যাচ্ছি। সাউন্ড ফেলে দিয়ে নতুন করে ভয়েস ওভার দিচ্ছি। এভাবে যতদিন চলে চলুক।
আশায় আছি, ডিজেআই হয়তো এবছরই তাদের একশন ৬ রিলিজ করবে। আর তখনই হয়তো একশন ৪ বা ৫ হয়তো আরো কমে পাওয়া যাবে।
ফেসবুক মন্তব্য