ইউটিউব নিয়ে এক্সপেরিমেন্ট করছি। এতোদিন তো যখন মন চায়, যা মন চায় আপলোড করছি। এখন একটু নিয়মমতো নিয়মিত আপলোড করে দেখি কি হয়। এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবার ২৫৬ জন, ভিডিও ৬৫টি। প্রতি বুধবার ৫টার সময় একটা করে ভিডিও আপলোড করবো। সপ্তাহের বাকি দিনগুলিতে ২/৩টা শর্টস। আর এখন থেকে সোশ্যাল মিডিয়াতে ভিডিও’র লিংক শেয়ার করবো না, নিজের ব্লগ ছাড়া।
কিছুদিন পর চেক করবো সাবস্ক্রাইবার সংখ্যা আর ভিডিও কতবার ভিউ হয়েছে। গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম। এপর্যন্ত ৮ বার ভিউ হয়েছে
ফেসবুক মন্তব্য