আজকাল নেট ছাড়া জীবন কল্পনাই করা যায় না। আর এখন তো করোনার কারণে রীতিমতো ঘরবন্দী হয়ে থাকতে হচ্ছে। মাঝে একবার চিন্তা করছিলাম এখনও যদি সেই কেবল বিটিভি থাকতো তাহলে কেমন করে দিন কাটাতাম। তাও বিটিভি একসময় শুরু হতো কেবল সন্ধ্যা থেকে। চিন্তা করলে মাথা খারাপ হবে নির্ঘাত।
তো এই নেট লাইন নিয়ে আমাদের অভিযোগও বিস্তর। বিশেষ করে মোবাইল ইন্টারনেট নিয়ে। ঢাকা শহরে বসে হয়তো ভালই নেট পাচ্ছি, কিন্তু দেশের অনেক এলাকায় অনেকেই ন্যুনতম ব্যান্ডওয়াইথও পায় না। এখন আপনি জানবেন কিভাবে যে আপনার বর্তমান নেট সংযোগ আপনাকে কি পরিমান ব্যান্ডওয়াইথ দিচ্ছে। নিচের সাইট গুলো থেকে আপনি চেক করতে পারেন আপনার বর্তমান সংযোগ কত ব্যান্ডওয়াইডথ দিচ্ছে।
১. স্পিডটেষ্ট
২. ওভিএইচ
৩. গুগল ফাইবার
৪. ফাষ্ট
কোন কারণে ব্যান্ডওয়াইথ কম পেলেই আমি সাধারণত চেক করে দেখি এবং সার্ভিস প্রোভাইডার’কে জানাই।
ফেসবুক মন্তব্য