আর্টিফিসিয়াল ইন্টিলিজেন্স দিয়ে আর্ট / ছবি জেনারেট করা নিয়ে একটা ব্লগ পোষ্ট লিখেছিলাম কিছুদিন আগে। ব্যাপারটায় আমি বেশ মজা পাচ্ছি। প্রতিদিনই এই এআই আর্ট জেনারেটর নিয়ে কিছু না কি গুগল করি। আর টুকটাক ছবি জেনারেট করি নানা প্ল্যাটফর্মে। আপাময় জনসাধারণ অবশ্য অসাধারণ সব ছবি উৎপাদন করছে এই সব প্ল্যাটফর্মে। মিডজার্নিতে আমার ফ্রি একাউন্ট এর মেয়াদ শেষ। এরপর একজন এর পরামর্শে DALL-E 2.0 উইশলিষ্টে নাম তুলেছিলাম। ২ দিন বাদেই এক্সেস পেয়েছি। এটাও ফ্রি একাউন্ট, প্রথম মাসে ৫০টি এবং পরবর্তী প্রতি মাসে ১৫টি করে ছবি জেনারেট করা যাবে। তবে এর কিছু নিয়ম-কানুন আছে। যেমন আমি কোন টার্মস না পড়েই জনৈকা নায়িকার ছবি জেনারেট করতে চেয়েছিলাম। সাথে সাথেই ওয়ার্নিং। পরে ইউটিউবে ভিডিও দেখে মেরিলিন মনরোর ড্রেস চেষ্ট করতে গিয়েছিলাম। সেখানেও বাগড়া দিলো।
দুই দিন আগে হঠাৎ করে ক্রেয়ন নামে আরেকটি আর্ট জেনারেটর এর খবর পেলাম। এটির কোন রেজিষ্ট্রেশন লাগে না। কেবল ওয়েব সাইট বা এপ ওপেন করে কিওয়ার্ড দিয়ে বাটন চাপলেই কাজ শুরু করে দেয়। এর মধ্যে অবশ্য বেশ কিছু বিজ্ঞপন দেখতে হয়। তবে ছবি জেনারেট করতে খূব বেশী হলে দুই মিনিট সময় লাগে, বেশীরভাগ ক্ষেত্রে মিনিট খানেকের মধ্যেই জেনারেট করে। এর ফটো রিয়েলিষ্টিক ছবিগুলোতে কিছু ডিস্টর্শন থাকে। হয়তো দেখা যাবে চোখ একটা বামে তো আরেকটা ডানে। কিংবা মুখ হয়তো বাঁকা। তারপরও দুই-একটা বেশ ভাল ছবিও পাওয়া যায়।
সেদিন DALL-E কে জানালাম গোলাপি ড্রেস পরা একজন মহিলা চন্দ্রপৃষ্টে দাড়িয়ে দূরের নীল পৃথিবীর দিকে তারিকে আছে এরকম একটা ছবি দরকার। সে এই ছবিটি তৈরী করলো
ড্রেস চেঞ্জ করার বিষয়টা ভাল ছিলো, কিন্তু টার্মস আটকে দেয় বলে করা গেলো না। এমন কি নিজের ছবি দিয়েও করা যায় না। শেষতক নিজের ছবির কার্টুন দিয়ে ট্রাই করলাম। ছবি তুলেছিলাম স্যান্ডো গেঞ্জী পরে। তাই চিন্তা করলাম এটাকে স্যুট-টাই পরানোর ব্যবস্থা করা যাক। ৪টি ফলাফল
যেটা পছন্দ হয়েছে
সেদিন Craiton থেকে জেনারেট করলাম এই ছবি
ভবিষ্যতে এই এআই নির্ভর আর্ট জেনারেশ কোথায় নিয়ে যাবে জানি না, তবে নিজের কল্পনাকে বাস্তবে মানে কম্পিউটারের মনিটরে দেখতে কিন্তু খারাপ লাগছে না।
আপনিও চেষ্টা করে দেখূন।
ফেসবুক মন্তব্য