চারিদিকে কেমন যেন সব তালগোল পাকিয়ে যাচ্ছে। ইদানিং অফলাইন অনলাইন কোন মিডিয়াতেই ভাল খবরের যেন খরা চলছে। সড়ক দূর্ঘটনা তো নৈত্যনৈমিত্তিক ব্যাপার, সাথে ঢাকা শহরের জ্যাম। তারপর শুরু হলো ধর্ষন আর যৌন নির্যাতনের খবরের আধিক্য। মনে হচ্ছিলো ভানু’র মতো দেখি না কি হয় বলে অনেকেই অভিজ্ঞতা লাভের আশায় এই সব অপরাধে লিপ্ত হওয়া শুরু করলো। এর মধ্যে আবার খবর এলো দূধে মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক পাওয়া যাচ্ছে। সেই খবরের সূত্র ধরে আবার কয়েকদিন কাঁদা ছোড়াছুড়ি হলো সরকারী দফতর আর গবেষকের মধ্যে। আগুনে পুড়িয়ে মারা, দিনে দুপুরে কুপিয়ে মারা এসব নিয়েই চলছে।
সাম্প্রতিক তম ইস্যু হলো ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মানুষ মারা। শুরুতে গুজব ছড়ানো হলো যে পদ্মা সেতুতে মানুষের মাথা লাগবে। তাই সারা দেশ থেকে মানুষ অপহরণ করে তাদের মাথা কেটে নেয়া হচ্ছে। ফেসবুক / ইউটিউবে কিছু লোক হন্যে এই সব গুজব প্রচারে উঠে-পরে লেগেছিলো। তারপর সেতু কর্তৃপক্ষের তরফ থেকে ঘোষণা করা হলো এসব আদতেই গুজব।
যখন মনে হচ্ছিলো গুজব স্তিমিত হয়ে আসছে, তখনই ঘটলো সেই অভাবিত ঘটনা। ছেলেধরা সন্দেহে পিটিয়ে মারা হলো এক মাদকাসক্ত তরুণ’কে। তার থেকেও ভয়ঙ্কর তার ব্যাগ থেকে উদ্ধার করা হলো এক শিশুর ছিন্ন মস্তক। এ যেন প্রায় নিভে যাওয়া আগুনে রীতিমত পেট্রোল ঢেলে আগুন রীতিমতো উসকে দেয়া।
গত কয়েকদিনে বেশ কয়েকজন নিরীহ মানুষকে পিটিয়ে মারা হয়েছে। তার মধ্যে খোদ ঢাকা শহরেই একজন মহিলাকে পিটিয়ে মারা হয়েছে। মহিলা এক স্কুলে গিয়েছিলেন নিজের মেয়ের ভর্তি বিষয়ে কথা বলার জন্য।
সব কিছু দেখে শুনে মনে হচ্ছে আমরা আসলে সবাই কম-বেশী মানসিক রোগে আক্রান্ত। সুস্থ ভাবে চিন্তা করার ক্ষমতা আমাদের আসলেই লোপ পেয়েছে। তারপরও বলি অস্বাভাবিক কোন পরিস্থিতিতে ৯৯৯ এ ফোন করে বিষয়টি জানান। হয়তো আপনার একটি ফোন কলে একজন নিরীহ মানুষ বেঁচে যেতে পারে হিংস্র হায়েনাদের হাত থেকে।