চা-কফি

চা পানের পরিমান কমিয়ে এনেছি কিছুদিন যাবত। আগে সকালে এবং বিকালে দুই কাপ চা ছিলো নির্দিষ্ট। এর বাইরে মাঝে মধ্যে দুই-তিন কাপ চা পান করা হতো কোথাও বেড়াতে বা ঘুরতে গেলে। রাতে ঘুম কম হয় বলে কয়েক মাস ধরে বিকালের চা বাদ দিয়েছি। শুরুতে দুই-তিন দিন খূব সমস্যা হয়েছে। সন্ধ্যার পর থেকে মাথা ব্যথার কারণে কোন কাজই করতে পারি নাই। টিভি দেখা বা বই পড়া তো বাদই ছিলো। ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হয়েছে। এখন আর কোন সমস্যা হয় না। রাতে ঘুমও ভাল হচ্ছে।

আজ প্রথম আলো’তে ডায়বেটিস এর ঝুঁকি কমাতে কফি পানের ভূমিকা নিয়ে ছোট একটি নিবন্ধ প্রকাশিত হয়েছে। আমি নিজে প্রি ডায়বেটিক ষ্টেজে আছি। ভাবছি চা এর বদলে কফি পান শুরু করবো কি না।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।