মানুষের চিন্তা ভাবনার গতি প্রকৃতি বড়ই বিচিত্র।
একজনের সাথে ব্যাংকিং সার্ভিস নিয়ে কথা হচ্ছিলো। ভদ্রলোক কোন এক ব্যাংকের সঞ্চয় হিসাবের ডেবিট কার্ড এবং এসএমএস এলার্টের বাৎসরিক খরচ নিয়ে খূবই নাখোশ। তার ভাষায় এসব ব্যাংকে টাকা রাখলে টাকা পরে আর খূজে পাওয়া যাবে না। থরচ কাটতে কাটতেই শেষ হয়ে যাবে সব টাকা। তার কথা কিছুটা সত্য। একটা নির্দিষ্ট পরিমানের নিচে টাকা রাখলে প্রতি বছর টাকা কাটার পর মূল টাকা কমবে। কিন্তু সেই নির্দিষ্ট পরিমানে টাকা রাখলে প্রতি বছর যে সূদ আসবে তা দিয়ে ব্যাংকের বাৎসরিক খরচ উঠে যায়।
ভদ্রলোক একটি প্রিপেইড ডুয়াল কারেন্সি ডেবিট কার্ড ব্যবহার করেন। সেটারও খরচ আছে, তবে সেটি একবারই দিতে হয়। প্রয়োজন মতো টপআপ করে সেই টাকা খরচ করেন। কি করেন?
বিভিন্ন অনলাইন সাইটে গেম খেলেন।