ক্যামেরা হাতে দেখলে অনেকেই ছবি তোলার অনুরোধ করেন। কেউ আবার ছবি নিতে চান। ছবি চাইলে সাধারণত হোয়াটসএপ নাম্বার নিয়ে সময় সূযোগ মতো পাঠিয়ে দেই। সেদিন ইজতেমার আখেরী মোনাজাতের দিন ফেরার পথে প্রথম তিন বন্ধু / সহকর্মী ছবি তোলার অনুরোধ করলো। ছবি তুললাম। ছবি দেখে তারা খুব খুশী। তারাই জিজ্ঞাসা করলেন ছবি ফেসবুকে দিবো কিনা। আমি বললাম আপনারা বললে দিবো। তারা খূব খুশী হয়ে বললেন দিয়েন ভাই। একজন আবার জিজ্ঞেস করলেন কি নামে দিবো। বললাম।
কিছুদূর যেতেই এক রেষ্টুরেন্টের গার্ড ভদ্রলোক বললেন তার ছবি তুলতে। তুললাম। তিনিও ছবি দেখে শিশুর মতো খুশী হয়ে উঠলেন। বললেন ফাইন হইছে। এরপর জিজ্ঞেস করলেন নেটে দিবো কিনা। হ্যাঁ বলতেই হেসে বললেন দিয়েন ভাই।
মাঝে মধ্যে মনে হয় মানুষ খূব অল্পতেই খুশী হয়ে যায়।
ফেসবুক মন্তব্য