বাংলায় একটি প্রাদ আছে ‘জোড় যার, মুল্লুক তার’। প্রতিনিয়ত আমরা এর প্রমাণ পাচ্ছি। এই জোর খাটানোর প্রতিযোগীতায় তৈরী হচ্ছে যানজট, যার শিকার আমরা সবাই। তার পরেও আমাদের কোন শিক্ষা হয় না।
আমরা আসলে নিয়ম মানতে চাই না। আগে যাত্রীদের নামতে দিলে সবাই ভালমতো উঠতে পারতো, সেই সাথে হয়তো আরো ৩/৪ জন বেশী উঠতো। আরেকজন’কে দেখেন নিজে না নেমে অন্যদের নামতে বলতেছে। শেষে নিজেও নামতে বাধ্য হলো। ঠ্যালার নাম বাবাজী।
ফেসবুক মন্তব্য