ট্রেজার হান্টার টাইপের ভিডিও দেখি মাঝে মধ্যে ইউটিউবে। কোন দল হয়তো বিশাল জাহাজ নিয়ে মহাসাগরে চষে বেড়ায় সম্পদের খোঁজে। কেউবা মেটাল ডিটেক্টর নিয়ে জমি তন্ন তন্ন করে খূঁজে। কখনও পায়, কখনও নিরাশ হয়ে ফিরে। আফ্রিকার কোন এক দেশে পরিত্যক্ত খনিতে হীরা বা স্বর্ণের ছিটেফোটা খূঁজে বেড়ায় অনেক তরুণ।
আজ এক ভিডিও’তে দেখলাম ঢাকার বুড়িগঙ্গায় নৌকা আর ৫ হাজার টাকা দামের এক চুম্বক নিয়ে এক লোক চষে বেড়াচ্ছে। তার চুম্বকে উঠে আসে প্লাষ্টিক, পলিথিন, কয়েন, তাবিজ এসব। এসব বিক্রি করে তার দৈনিক আয় ৩/৪শ টাকা।
ভিডিও লিংক (ফেসবুক)
ফেসবুক মন্তব্য