ডিজেআই অসমো একশন ৪

DJI Osmo Action 4 হলো DJI-এর একটি প্রিমিয়াম অ্যাকশন ক্যামেরা, যা মূলত GoPro-এর প্রতিযোগী হিসেবে বাজারে এসেছে। নিচে এর ভালো দিক (সুবিধা) এবং মন্দ দিক (অসুবিধা) নিয়ে কিছু লিখছি। এগুলো সবই নেট থেকে সংগৃহিত


✅ ভাল দিক (সুবিধা) :

০১. চমৎকার ভিডিও কোয়ালিটি :
4K 120fps পর্যন্ত রেকর্ড করতে পারে, এবং DJI-এর রঙের প্রোফাইল (D-Cinelike) অনেক ডাইনামিক রেঞ্জ দেয়।

০২. বড় সেন্সর (1/1.3” Sensor) :
এটি অন্ধকারে বা কম আলোতেও ভালো পারফর্ম করে — যা GoPro Hero 11-এর চেয়েও ভালো লো-লাইট পারফরম্যান্স দিতে পারে।

০৩. RockSteady 3.0 এবং HorizonSteady :
ভিডিও ষ্ট্যাবিলাইজেশন এক কথায় দুর্দান্ত, দৌড়ানো বা বাইকে থাকলেও ভিডিও স্মুথ থাকে।

০৪. ডুয়াল টাচস্ক্রিন (সামনে এবং পেছনে) :
ভ্লগিং বা সেলফি ভিডিওর জন্য খুবই সুবিধাজনক।

০৫. সুবিধাজনক মাউন্টিং সিস্টেম (Magnetic Quick Release) :
ক্যামেরাটি সহজেই খোলা এবং লাগানো যায় — সময় বাঁচায়।

০৬. জলরোধী (Waterproof up to 18m without case) : 
কোনও হাউজিং ছাড়াই ১৮ মিটার গভীর পানিতে ব্যবহার করা যায়।

০৭. ব্যাটারি লাইফ উন্নত (1770mAh Extreme Battery) :
ঠাণ্ডা আবহাওয়ায়ও ভালো পারফর্ম করে এবং ব্যাটারি দ্রুত চার্জ হয়।


❌ মন্দ দিক (অসুবিধা) :

০১. দাম তুলনামূলক বেশি :
GoPro Hero 12 Black-এর তুলনায় কিছুটা বেশি দাম, বিশেষ করে এক্সট্রা এক্সেসরিজসহ কিনলে।

০২. কাস্টমাইজেশন অপশন কিছুটা সীমিত :
GoPro-এর তুলনায় কিছু ম্যানুয়াল কন্ট্রোল বা প্রোফাইল অপশন কম।

০৩. অ্যাপে কিছু বাগ থাকতে পারে :
DJI Mimo অ্যাপটি সব সময় পারফেক্ট কাজ করে না — কিছু সময় কানেকশন বা ফাইল ট্রান্সফার সমস্যার সম্মুখীন হতে হয়।

০৪. GPS বিল্ট-ইন নেই : 
আলাদাভাবে মাউন্টেড GPS প্রয়োজন, যা GoPro-তে বিল্ট-ইন থাকে।

০৫. এক্সেসরিজ কম :
GoPro-এর মতো বিশাল এক্সেসরি ইকোসিস্টেম এখনো গড়ে ওঠেনি।


উপসংহার:
আপনি যদি ভালো লো-লাইট পারফরম্যান্স, সহজ ইউজার ইন্টারফেস এবং দুর্দান্ত স্টেবিলাইজেশন চান, তবে DJI Action 4 দারুণ পছন্দ হতে পারে। তবে GoPro-এর মতো এক্সটেনসিভ কাস্টমাইজেশন বা GPS দরকার হলে সেটাও বিবেচনায় নিতে হবে।

আপনি কী মূলত ভ্লগিং, ট্র্যাভেল ভিডিও, না কি বাইকিং বা অ্যাডভেঞ্চার স্পোর্টসের জন্য এই ক্যামেরাটি নিতে চাইছেন ? আমি নিজে একটি ছোট, হালকা, সর্বত্র সহজে বহনযোগ্য একটি ক্যামেরা নিতে চাচ্ছি। এক্ষেত্রে ডিজেআই একশন ৪ আমার প্রথম পছন্দ। যদিও বাজারে এই মুহুর্তে আরেকটু উন্নত ডিজেআই একশন ৫ আছে, তবে দামের বিবেচনায় আপাতত একশন ৪ এগিয়ে আছে। অবশ্য অদুর ভবিষ্যতে একশন ৬ বাজারে আসার কথা শোনা যাচ্ছে। তখন হয়তো এই একশন ৪ এবং ৫ এর দাম আরেকটু কমবে।

ভাল থাকুন নিরন্তর।

ফেসবুক মন্তব্য

রিফাত জামিল ইউসুফজাই

জাতিতে বাঙ্গালী, তবে পূর্ব পূরুষরা নাকি এসেছিলো আফগানিস্তান থেকে - পাঠান ওসমান খানের নেতৃত্বে মোঘলদের বিরুদ্ধে লড়াই করতে। লড়াই এ ওসমান খান নিহত এবং তার বাহিনী পরাজিত ও পর্যূদস্ত হয়ে ছড়িয়ে পড়ে টাঙ্গাইলের ২২ গ্রামে। একসময় কালিহাতি উপজেলার চারাণ গ্রামে থিতু হয় তাদেরই কোন একজন। এখন আমি থাকি বাংলাদেশের রাজধানী ঢাকায়। কোন এককালে শখ ছিলো শর্টওয়েভ রেডিও শোনা। প্রথম বিদেশ ভ্রমণে একমাত্র কাজ ছিলো একটি ডিজিটাল রেডিও কেনা। ১৯৯০ সালে ষ্টকহোমে কেনা সেই ফিলিপস ডি ২৯৩৫ রেডিও এখনও আছে। দিন-রাত রেডিও শুনে রিসেপশন রিপোর্ট পাঠানো আর QSL কার্ড সংগ্রহ করা - নেশার মতো ছিলো সেসময়। আস্তে আস্তে সেই শখ থিতু হয়ে আসে। জায়গা নেয় ছবি তোলা। এখনও শিখছি এবং তুলছি নানা রকম ছবি। কয়েক মাস ধরে শখ হয়েছে ক্র্যাফটিং এর। মূলত গয়না এবং নানা রকম কার্ড তৈরী, সাথে এক-আধটু স্ক্র্যাপবুকিং। সাথে মাঝে মধ্যে ব্লগ লেখা আর জাবর কাটা। এই নিয়েই চলছে জীবন বেশ।