অবশেষে কিনেই ফেললাম ডিজেআই একশন ৪ একশন ক্যাম। প্রথমে অবশ্য চিন্তা করেছিলাম একশন ৫ কিনবো, কিন্তু সবদিক বিবেচনা করে শেষ পর্যন্ত একশন ৪ ই কিনলাম। দুটোর মধ্যে পার্থক্য খূব বেশী না। বাজেটও একটা ফ্যাক্টর ছিলো। একশন ৫ এর দাম ১০ হাজার টাকা বেশী। অল্প কিছু ফিচার বেশী / আপগ্রেডেড বলে ১০ হাজার টাকা বেশী দিতে মন চাইলো না। যদিও দুটো ফিচার খূবই ভাল ছিলো। একটা হলো ৪৭ জিবি বিল্ট ইন মেমমি আর ব্যাটারী লাইফ আরো বেশী।
আমি এই ক্যামের সাথে একটা ৬৪ জিবি মেমরি কার্ড এবং একটা সেলফি ষ্টিক নিয়েছি। সব সহ আমার প্রাইস পড়েছে ৩৩,৫০০ টাকা। ক্যাম ২৯০০০, মেমরি কার্ড ২৫০০ টাকা (স্যানডিস্ক) আর টেলসিন সেলফি ষ্টিক ৩৫০০ টাকা। অদূর ভবিষ্যতে ডিজেআই মাইক ২ ট্রান্সমিটার কেনার ইচ্ছে আছে। এই মাইক্রোফোনে বিল্টইন মেমরি আছে, ফলে আমি যে কোন জায়গায় এটি ব্যবহার করতে পারবো।
আপাতত ফিচারগুলি দেখছি, টুকটাক ভিডিও করছি। তারপর যে কোন দিন বের হয়ে পড়বো …
ফেসবুক মন্তব্য