ডিজেআই মাইক ২ ট্রান্সমিটার কেনার ২টি কারণ ছিলো। প্রাথমত এটি ডিজেআই অসমো একশন ৪ এর সাথে সরাসরি কানেক্ট করা যায়, আলাদা কোন রিসিভার লাগে না। দ্বিতীয়ত এর ৮ জিবি ইন্টারনাল মেমরি আছে। ফলে খূব সহজেই ভযেস রেকর্ডার হিসেবে ব্যবহার করা যায়।
কেনার পর জানতে পারলাম এটি মোবাইল ফোনের সাথেও কানেক্ট করা যায় ব্লুটুথ মোডে। এখানেও কোন রিসিভার লাগে না। মোটামুটি ২/৩ বারের চেষ্টায় শাউমি রেডমি নোট ৮ মোবাইল ফোনের সাথে কানেক্ট করতে পারলাম, কিন্তু কোন এপ দিয়েই দেখা গেলো সাউন্ড রেকর্ড হচ্ছে না। এমনিতে মোবাইল ফোনের ডিফল্ট ক্যামেরা এপ সব সময়ই ফোনের মাইক্রোফোন ব্যবহার করে। এক্সটার্নাল মাইক ব্যবহারের কোন অপশন থাকে না। আমি তাই ওপেন ক্যামেরা এপ ব্যবহার করালাম। এখাানেও এক্সটার্নাল মাইক হিসেবে এটি কাজ করলো না।
অনেক খোজাখুজির পর একটা এপ পেলাম যেটিতে এই মাইক কাজ করছে। ProTake নামের এই এপটি গতকাল রাতেই ইন্সটল করে টেষ্ট করেছিলাম। আজ এখন এই এপ দিয়েই রেকর্ড করছি। সাউন্ড কেমন শোনা যাচ্ছে জানাবেন কিন্তু।
তবে সমস্যা হলো ব্লুটুথ মোডে নয়েজ রিডাকশন কাজ করে না। তাই হয়তো আশেপাশের শব্দও শোনা যাবে। বিশেষ করে ফ্যানের শব্দ।
আজ এপর্যন্ত ই। ভাল থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।
ফেসবুক মন্তব্য