দোষ দিবেন কাকে !?! আগে শোনা যেতো রাজনৈতিক নেতারা নয়-ছয় করে। এরপর শুনতেছি আমলা-নেতা মিলেমিশে দূর্নীতি করতেছে। আর টাকার অংকে লাখ ছাড়িয়ে কোটি, শত কোটি ছাড়িয়ে এখন হাজার কোটি টাকার দূর্নীতি হয়। আর চুনোপুটিরা ফাইল আটকে, বিল ছাড়তে, রাস্তাঘাটে দাড়িয়ে দূর্নীতি করছে। এসব দেখে শুনে মনে মনে সবাই এখন জেগে কিংবা ঘুমিয়ে যে কোন মূল্যে শর্টকাটে ধনী হওয়ার স্বপ্ন দেখে। আর লোভী চোখে খূজতে থাকে সূযোগ। আর তাদের এই লোভকে কাজে লাগাতে তৎপর আরেক দল। তারা লোভীদের সাধারন নৌকায় সমূদ্র পাড়ি দিয়ে কিংবা হাজার হাজার মাইল হাটিয়ে ইউরোপ নিয়ে যেতে চায়। আরেক দল গাছ বিক্রির নাম করে কিংবা কনজিউমার আইটেম ৭০% ছাড়ে দেয়ার কথা বলে হাতিয়ে নেয় কোটি কোটি টাকা।
আমরা এখন চরম লোভাতুর দূর্নীতিবাজ জাতি।
ফেসবুক ষ্ট্যাটাস জুলাই ১৬, ২০২১
ফেসবুক মন্তব্য