বাংলাদেশের মুসলমানদের মনে বদ্ধমূল ধারণা তারা জীবনে যত পাপ কাজই করুক না কেন শেষে একটা ভাল (?) কাজের ফিনিশিং দিতে পারলে তাদের সব গুনাহ মাফ হয়ে যাবে। বাস্তবজীবনে তারা যেমন টাকা দিয়ে সবকিছু ম্যানেজ করে চলেন তেমনি আর কি। গোপালপুরের ২০১ গম্বুজ মসজিদ তৈরীর যিনি উদ্যোক্তা সেই রফিকুল ইসলাম ছিলেন জনতা ব্যাংকের সাধারণ কর্মচারী। হয়েছিলেন সিবিএ নেতা। কি এক জাদুর কাঠির জোরে তিনি বিশাল বিত্ত বৈভবের মালিক বনে গিয়েছিলেন। এখন সেই বিত্ত বৈভবের বদৌলতেই নির্মাণ করেছেন এই বিশাল মসজিদ। সব সম্পদ নাকি তিনি ওয়াকফ্ করে দিয়েছেন মসজিদের নামে, তার আর কোন সম্পদ নাই।
এদেশের লোকজন অবশ্য পিছনের কিছু দেখে না, বুঝে না। তারা লেবাসের বড় ভক্ত। আর এতো বড় মসজিদ দেখে হয়তো ভুলেও মনে করবে না এই মসজিদ তৈরীর টাকা পুরোটাই দূর্নীতি ফসল।
ফেসবুক মন্তব্য