আজ বিকালে বের হয়েছিলাম প্লেনের ছবি তুলবো বলে। কয়েক মাস আগে দেখেছিলাম প্লেনগুলি সব পাসপোর্ট অফিস উপর দিয়ে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করে। পাসপোর্ট অফিসের ঐ জায়গায় বিমানগুলির উচ্চতা অপেক্ষাকৃত কম থাকে বলে বেশ বড় দেখা যায়। যাওয়ার আগে ফ্লাইটরাডার২৪ এপে দেখলাম বিকালে বেশ কিছু বিমান ল্যান্ড করবে ৪-৬টার মধ্যে। তারমধ্যে গোটা দূয়েক বড় বিমানও আছে। বাকি গুলি ডমেস্টিক ফ্লাইটের ছোট বিমান।
৪:২০ এ বাসা থেকে বের হয়ে চলে গেলাম পাসপোর্ট অফিসের কাছে। গিয়ে দাঁড়ালাম রোড ডিভাইডার এর উপর। পাসপোর্ট অফিসের পাশের বিল্ডিং বেশ ভাল দেখা যাচ্ছিলো।
প্লেন নামার কথা উত্তর থেকে দক্ষিন দিকে, কিন্তু দেখা গেলো প্লেন আসতেছে দক্ষিন দিক থেকে। এরা এতোটাই উচুতে যে ওয়াইড এঙ্গেল লেন্সে একদম ছোট লাগে। ৫:৪০ এ যখন বাসার দিকে রওনা দিলাম তখন পর্যন্ত কোন প্লেন ল্যান্ড করতে আসে নাই। আমি যখন বাসার কাছাকাছি তখন পিছনে বড় কোন প্লেনের আওয়াজ শুনলাম, ল্যান্ড করতে যাচ্ছে।
ফেসবুক মন্তব্য