ফটোগ্রাফিতে নানা ধরণের আলোর ব্যবহার আছে। তার মধ্যে কিছু আবার কৃত্রিম আলো। ফ্ল্যাশ / ষ্ট্রোব ইত্যাদি হরহামেশাই ব্যবহার করা হয়। আবার ভিডিও করতে গেলে দরকার হয় কন্টিনিউয়াস লাইট। ইচ্ছে করলে এই কন্টিনিউয়াস লাইট ফটোগ্রাফির ক্ষেত্রেও ব্যবহার করা যায়। ইদানিং ফ্ল্যাশ বাদ দিয়ে তাই নানা ধরণের এবং সহজ লভ্য কন্টিনিউয়াস লাইট ব্যবহার করছি।
খূব সাম্প্রতিক কালে ছোট একটি রিং লাইট কিনেছি দারাজ থেকে। এর সাইজ মাত্র ৬ ইঞ্চি, পাওয়ার এর জন্য দরকার ৫ ভোল্ট। তাই মোবাইল এর যে কোন চার্জার অথবা পাওয়ার ব্যাংক ব্যবহার করতে পারেন। ছোট সাইজ বলে আপনার ক্যামেরা ব্যাগে করে বহন করতে পারেন। তবে আউটডোরে কেমন কাজ হবে এখনও পরীক্ষা করা হয়নি।
https://www.flickr.com/photos/eusufzaibd/49360866458/in/photostream/
এই রিং লাইটের দাম পরেছে ৭৯০ টাকা, সাথে ৪৫ টাকা শিপিং। তবে এর সাথে কেবল একটি ছোট বলহেড আছে। সেলারের নাম জিরো রিটার্ন, তাদের কাছে আরো বেশ কিছু সাইজের এবং ট্রাইপড ইত্যাদি সহ রিং লাইট আছে। দাম ৭৯০ টাকা থেকে শুরু করে ৩৯৯০ টাকা পর্যন্ত। আমার কেনা রিং লাইটে ঠিক কতোটি এলইডি আছে সেটি বলা নেই। তবে ৩ ধরণের আলো পাবেন। হোয়াইট, ওয়ার্ম এবং ওয়ার্ম হোয়াট (মিক্সড), সাথে আলো কিছুটা কম-বেশী করার অপশন আছে। ছোট-খাট জিনিসের ছবি তুলতে এবং পোর্ট্রেট ফটোগ্রাফির জন্য ব্যবহার করতে পারেন। দাম হিসেবে খারাপ না।
হ্যাপি ক্লিকিং।
ফেসবুক মন্তব্য