ফটোশপ ২০২৫ এর রিভিউ দেখে ডাউনলোড করলাম। ইনষ্টল করার পর দেখা গেলো ঠিকমতোই ওপেন হয়। একটা ছবি নিয়ে রিমুভ টুল দিয়ে এক ক্লিকে সব ঝুলন্ত তার হাওয়া করে দিতে পারলাম। যদিও সময় লাগলো দুই মিনিটের বেশী।
গন্ডগোল বাঁধলো ফাইল সেভ করার সময়। যতবার সেভ করতে যাই বলে ফাইল নাই। নানা ভাবে ট্রাই করলাম হয় না। এটা বেটা ভার্শন কিনা কোথাও খূজে পেলাম না। তারপর আনইনষ্টল করে আবার ইনষ্টল করলাম। তাও হয় না।
অন্য কোন সোর্সও পেলাম না। এবারের ভার্শনটা আসলেই অনেক কাজের ছিলো।
অতঃপর ফটোশপ ২০২৫ সমাধান
অতঃপর ফটোশপ ২০২৫ সমাধান
যে কোন কারণেই হোক Adobe Raw v17 দিয়ে ফটো প্রসেস করার পর সেটা কোন ভাবেই Photoshop 2025 দিয়ে সেভ করা যাচ্ছে না।
তাই প্রথমে ফটো Photoshop 2024 এ Adobe Raw v17 দিয়ে প্রসেস করে JPEG ফরম্যাটে সেভ করে ফেলি।
এরপর সেই JPEG ফরম্যাটের ছবি Photoshop 2025 দিয়ে খুলে যা যা করা দরকার করে আবার একই ফরম্যাটে সেভ করেছি। কোন সমস্যাই হয় নাই।
নিচে দু’টো ছবি before & after, এক ক্লিকে ঝুলন্ত সব তার গায়েব। সময় একটু বেশী লাগে মনে হয়। আমার ক্ষেত্রে ২+ মিনিট লাগলো সব তার মুছতে। তবে আগে একটা একটা তার মুছতে গেলে আরো অনেক বেশী সময় লাগতো নিঃসন্দেহে। আর কাজটাও অনেক neat & clean হয়েছে।
ফেসবুক মন্তব্য