মাঝে মধ্যে চিন্তায় পরতে হয় কিসের ছবি / কি ছবি তুলবো এই নিয়ে। এরকম ক্ষেত্রে আমি প্রথম যে কাজ করি তা হলো গুগলের সাহায্য নেই। কোন একটি বিষয় নিয়ে সার্চ করি, আর ইমেজ সার্চে যে ছবিগুলো আসে সে গুলি ভাল মতো দেখা এবং বোঝার চেষ্টা করি। ইদানিং ষ্টিল লাইফ আর ম্যাক্রো নিয়ে মাথা ঘামাচ্ছি বেশী। আর এসবের উদাহরণ প্রচুর। আরেক পথ হলো গুগলে সরাসরি … photo ideas লিখে সার্চ করা। শুরুতে যে কোন একটি শব্দ লিখে দিলেই হবে। ছবি এবং ভিডিও পাওয়া যায় অনেক।
আজকের পর্বে আরেকটি ইউটিউব চ্যানেলের সাথে পরিচয় করিয়ে দিবো। এটি আসলে Adapalux নামের একটি লাইটিং ই্কুইপমেন্ট প্রস্তুতকারীর চ্যানেল। তারা তাদের Adaptalux নামের লাইটিং ইউকুইপমেন্ট ব্যবহার করে কিভাবে চমৎকার সব ম্যাক্রো ফটোগ্রাফি করা যায় তারই টিউটোরিয়াল তৈরী করেছে। তবে তাদের এই লাইট এবং একসেসরিজ এর দাম মারাত্মক। চেষ্টা করলে হয়তো এই সব লাইটের বিকল্প কিছু বাজারে কিংবা ফুটপাতের দোকানগুলিতে খোঁজ করলে পেয়েও যেতে পারেন। আর বাকি সব নির্ভর করছে আপনার নিজের ক্রিয়েটিভিটির উপর।
এই চ্যানেলে মোট ৫৮টির মতো ভিডিও আছে। আমি প্রথম যে ভিডিও দেখেছিলাম সোটি এখানে দিয়ে দিচ্ছি। বাকিগুলো দেখে নিবেন। সেই সাথে সাবস্ক্রাইবও করে রাখতে পারেন। সব ভিডিও পাবেন এখানে।
ভাল থাকুন। হ্যাপি ক্লিকিং।
ফেসবুক মন্তব্য