মাঝে মধ্যে চিন্তায় পরতে হয় কিসের ছবি / কি ছবি তুলবো এই নিয়ে। এরকম ক্ষেত্রে আমি প্রথম যে কাজ করি তা হলো গুগলের সাহায্য নেই। কোন একটি বিষয় নিয়ে সার্চ করি, আর ইমেজ সার্চে যে ছবিগুলো আসে সে গুলি ভাল মতো দেখা এবং বোঝার চেষ্টা করি। ইদানিং ষ্টিল লাইফ আর ম্যাক্রো নিয়ে মাথা ঘামাচ্ছি বেশী। আর এসবের উদাহরণ প্রচুর। আরেক পথ হলো গুগলে সরাসরি … photo ideas লিখে সার্চ করা। শুরুতে যে কোন একটি শব্দ লিখে দিলেই হবে। ছবি এবং ভিডিও পাওয়া যায় অনেক।
আজ এরকম একটি ইউটিউব চ্যানেল নিয়ে কথা বলবো। চ্যানেলটির নাম COOPH, উচ্চারণ নিয়ে আমার নিজেরই একটু সন্দেহ আছে। তাই সরাসরি ইংরেজীতেই লিখলাম। ‘কুফ’ আসলে the Cooperative of Photography এর সংক্ষিপ্ত রুপ। তাদের সম্পর্কে বলা আছে এই ভাবে “COOPH is a photography apparel and accessories creator, as well as a community-focused Youtube channel that recognizes and supports people passionate about photography” – তাদের ইউটিউব এবাউট পেজ এ। তাদের চ্যানেলে ১২৫টির মতো ভিডিও আছে। আমি মাঝে মধ্যেই তাদের ভিডিও দেখি, সেই সূত্রে কোন কোনটি একাধিকবার দেখা হয়েছে।
তাদের চ্যানেলের প্রথম যে ভিডিওটি দেখেছিলাম সেটি নিচে দিলাম। এই ভিডিও’টি এখনও আমার পছন্দের তালিকায় আছে। আর ভিডিও’র সাথে তারা যে আবহ সংগীত ব্যবহার করে তা এক কথায় অসাধারণ।
COOPH চ্যানেলের সব ভিডিও পাবেন এখানে। সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।
হ্যাপি ক্লিকিং
ফেসবুক মন্তব্য