ফটোশপে নিজের তোলা ফটো প্রসেস করে থাকি, তবে সেগুলো একেবারেই বেসিক পর্যায়ের। গত দুই বছরে আমার ৩ নাতনীর প্রচুর ছবি তুলেছি। সেগুলোর কিছু কিছু ফটোশপেই প্রসেস করেছি এতোদিন। আজ আবার তাদের বেশ কিছু ছবি নিয়ে বসেছিলাম। তাদের মুখে প্রচুর দাগ, বিশেষ করে ব্রণের দাগ প্রচুর। বড় মনিটরে ১০০% করে দেখলে বিকট লাগে।
পরে ইউটিউবে রিটাচ করার বেশ কিছু ভিডিও দেখলাম। মূলত remove blemishes & Skin smoothing এর উপর। ২/৩টা ছবি রিটাচও করলাম। রেজাল্ট চমৎকার না হলেও খূব একটা খারাপও হয় নাই। আপাতত নিচের মতো করে রিটাচ করছি। আপনিও ট্রাই করে দেখতে পারেন।
Removing Blemishes
01. Click on Adjustment Layer and choose Black & White
02. Decrease Red an increase Yellow
03. Create a Blank Layer between Background Layer And Blemish Layer.
04. Select Spot Healing Brush Tool
05. Sample all layers must be check
06. Turn off the Blemish Layer
After removing Blemishes
1. Control + J to Copy
2. Control + I to invert
3. Change the Blend mode to Vivid Light
4. Filter > Other > High Pass
5. Change the Value to where all blends in (example 22)
6. Filter > Blur > Gaussian Blur
7. Increase the value where skin texture starts showing up (example 5)
8. Create a negative mask b holding Alt + clicking mask button.
9. This will create a Black Mask
10. Zoom and with a brush paint all over the face and keep away from the edges.
11. Increase / Decrease the Opacity if needed.
ভাল থাকুন নিরন্তর।
ফেসবুক মন্তব্য