ফেসবুকে ইদানিং টিকটক ভিডিও আপলোড দেয় কেউ কেউ। কিন্তু ভিডিও দেখে নিজের মোবাইল আছাড় মারতে মন চায়।
যেমন : এক ছেলে হেটে আসতেছে। দুই মেয়ে হাটু গেড়ে ফুল দিতেই ছেলে বলে আমি প্রেম করবো না। হেটে চলে যায় আর মেয়ে দুটো ছেলের ছায়া হাত দিয়ে ছুয়ে সালাম করে।
আবার : দুইজন ছেলে মেয়ে মুখোমুখি দাড়িয়ে আলাপ করছে, তৃতীয় আরেকজন ছেলে তাদের পিছনে দাড়িয়ে সেলফি তুলে। তখন মেয়ে তৃতীয় ছেলেটিকে ধাক্কা দিয়ে বলে এই তুই আমার বয়ফ্রেন্ড এর ছায়ায় পা দিলি কেন। বলে সেই ছায়ার উপর হাত বুলিয়ে পরিস্কার করে।
ফেসবুক ষ্ট্যাটাস – অনলি মি
ফেসবুক ষ্ট্যাটাস – অনলি মি
ফেসবুক মন্তব্য