আমার লটারী কিংবা পুরস্কার ভাগ্য খূব একটা ভাল না। এই জীবনে লটারীতে পুরস্কার জয়ের ভাগ্য একবারই হয়েছিলো। রকমারি থেকে বই কিনে ৫ হাজার টাকার বই পেয়েছিলাম কয়েক বছর আগে। এবার পেলাম জনসংখ্যা, স্বাস্থ্য ও পুষ্টি সেল – বাংলাদেশ বেতার এর ফেসবুক পেজ থেকে। পুরো নভেম্বর মাস জুড়ে তাদের পোষ্ট এ লাইক, কমেন্ট, শেয়ার করায় এই পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছি। আপনিও তাদের পেজ Population Health and Nutrition Cell, Bangladesh Betar, Dhaka এ প্রকাশিত সব পোষ্টে লাইক, কমেন্ট এবং শেয়ার করলে পুরস্কারের জন্য বিবেচিত হতে পারেন। প্রতি মাসে ৩জনকে পুরস্কার দেয়া হয়।
ফেসবুক ষ্ট্যাটাস – ডিসেম্বর ২, ২০২১
ফেসবুক মন্তব্য