আমরা এখন অনেকেই ইন্টারনেট, ক্যাবল টিভি’র যুগে বাস করছি, সেই সাথে অনেকেই এসব ব্যবহারের সূযোগ পাচ্ছি। বিশেষ করে হাতে হাতে মোবাইল ফোন থাকায় এসব পরিসেবা এখন হাতের মুঠোয় বলা চলে। ইউটিউব এবং অন্যান্য অনেক প্ল্যাটফর্মে বিভিন্ন ধরণের ফ্রি কোর্স পাওয়া যায়। গত কয়েকদিন ধরে ইউটিউবে বেশ কিছু ফ্রি ফটোগ্রাফিক কোর্স দেখছিলাম। তারই কয়েকটি আজ আপনাদের জন্য শেয়ার করলাম।
১. ক্রিস পার্কার এর ফুল ফটোগ্রাফি কোর্স (৪ ঘন্টা)
২. ক্রিস ব্রে’র ফুল ফটোগ্রাফি কোর্স (২.৫ ঘন্টা)
৩. প্রীত রেজা’র কোর্স (১.৫ ঘন্টা )
আজ এ পর্যন্তই। আশা করি এই ৩টি কোর্স থেকে অনেক কিছুই শিখতে পারবেন।
হ্যাপি ক্লিকিং ….
ফেসবুক মন্তব্য