বংলাদেশ বেতার ঢাকা এর ১০০০ কিলোওয়াট মিডিয়াম ওয়েভ ট্রান্সমিটার সরবরাহ ও স্থাপন, সেই সঙ্গে ফিডার লাইন পরিবর্তন ও ৬৬৭ ফুট উচ্চতার এন্টেনা রিনোভেশন কাজ চলমান আছে। এই কাজের জন্য বাংলাদেশ বেতার ঢাকা কেন্দ্রের ৬৯৩ কিলোহার্টজ প্রচার তরঙ্গে ফেব্রুয়ারী ১, ২০২২ থেকে এপ্রিল ৩০, ২০২২ পর্যন্ত অনুষ্ঠান প্রচার সাময়িকভাবে বন্ধ আছে।
বর্তমানে ঢাকা ক এর অনুষ্ঠান প্রচার করা হচ্ছে মিডিয়াম ওয়েভ ৮১৯ কিলোহার্টজ এবং এফএম ১০৬.০ মেগাহার্টজ এ। ৮১৯ কিলোহার্টজ এর ট্রান্সমিটারের ক্ষমতা ১০০ কিলোওয়াট। ঢাকা খ এর অনুষ্ঠান প্রচার করা হচ্ছে মিডিয়াম ওয়েভ ১১৭০ (২০ কিলোওয়াট) কিলোহার্টজ এবং এফএম ১০৪.০ মেগাহার্টজ এ।। বাণিজ্যিক কার্যক্রম আগের মতোই মিডিয়াম ওয়েভ ৬৩০ কিলোহার্টজ এ প্রচারিত হচ্ছে।
ফেসবুক মন্তব্য