অনেকদিন ধরেই চিন্তা করছিলাম কিছু একটা করা দরকার। প্রথমে ভেবেছি ব্যবসা করবো। কিন্তু বন্ধু-বান্ধব বা পরিচিতদের সাথে আলাপ করে খূব একটা ভরসা পেলাম। না। আর চাকরি করার বয়সও নাই, মানসিকতাও নাই। একটা বয়সের পর মনে হয় নতুন কারো সাথে এডজাস্ট করে চলা বেশ কঠিনই। তাই চাকরির চিন্তাও বাদ।
সোশ্যাল মিডিয়াতে আছি বেশ অনেকদিন। এই উপস্থিতি শুধূমা্র বন্ধুবান্ধব, আত্মীয়স্বজনদের সাথে যোগাযোগ রক্ষা করার জন্যই মূলত। এর বাইরে মনের আন্দে ছবি, ভিডিও, লেখা ইত্যাদি শেয়ার করাও আছে। ইদানিং মনে হচ্ছে ফেসবুক, ইউটিউবে ভিডিও তৈরী করে রোজগারের চেষ্টাও তো করা যায়। আশেপাশে অনেকেই তো করছে। যদিও মানসম্পন্ন ভিডিও তৈরী করা কোন সহজ কাজ না, তাও আবার একা। কয়েকজনের ইউটিউব ভিডিও দেখলাম যেখানে তারা বলছেন যে তাদের সবারই ৩/৪ জনের টিম আছে। অবশ্য সবাই শুরু করেছিলেন একা। সময়ের স্রোতে এবং প্রয়োজনে তারা এই টিম নিয়ে কাজ করছেন।
আপাতত তাই ঘরে বসেই বা বাইরে গিয়ে ভিডিও শুট করছি। তারপর খূবই সাধারণ এডিট করে আপলোড করছি। লোকে বলে কচু গাছ কাটতে কাটতেই নাকি ডাকাত হওয়া যায়। তাই আপাতত ভিডিও শুট করে এডিট করায় হাত পাকানোর চেষ্টা করছি।
দেখা যাক কতদুর কি করতে পারি।
ফেসবুক মন্তব্য