কিছুদিন ধরে ফটোগ্রাফির সাথে সাথে ভিডিও নিয়ে মাথা ঘামাচ্ছি। এখনও অনেক জিনিস জানা এবং বুঝা বাকি। ফটোগ্রাফি বুঝলেই যে ভিডিওগ্রাফি বুঝবেন তার কোন মানে নেই। অবশ্য কেউ যদি মোবাইল ফোনে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি করেন তাহলে অনেক কিছুই বুঝার প্রয়োজন পরে না। তবে কোয়ালিটি একটা নির্দিষ্ট ষ্ট্যান্ডার্ডে নিতে চাইলে অনেক বিষয়ই জানতে হবে।
ভিডিও এডিট করার জন্য কোন ধরণের পিসি দরকার ? সাধারণ পিসি দিয়েও অনেক কাজ করা যায়। তবে কিছু কিছু কাজ দ্রুততার সাথে করতে চাইলে একটু ভাল মানের পিসি দরকার। কয়েকদিন ধরেই ইউটিউবে নানা ভিডিও দেখছি। বেশ কয়েকটি ভিডিও দেখার পর গোটা তিনেক পিসির কনফিগারেশন ঠিক করলাম। এর কোনটাই হাই এন্ড পিসি না, সম্পূর্ণ বাজেট পিসি। চলুন দেখা যাক
পিসি ২ (4K ভিডিও এডিট করার জন্য)
Processor : Ryzen 5 3600 ৳16,500.00 (StarTech)
Motherboard : MSI B450M pro M2 Max ৳6,900.00 (StarTech)
RAM : Corsair Vengeance LPX 8 GB DDR4-3200 ৳3,400.00 X 2 (StarTech)
GPU : Galax GeForce GTX 1650 OC 4GB GDDR6 ৳16,200.00 (StartTech)
SSD : Transend 420S 120 GB ৳2,100.00 (StarTech)
HDD : Toshiba 1TB Sata ৳3,600.00 (StarTech)
PSU : Corsair VS 550 550Watt ৳4,400.00 (StarTech)
Casing : Antec NX110 ৳2,800.00 (StarTech)
Keyboard / Mouse : Gigabyte KM6150 Combo ৳৭০০.০০
Monitor : Viewsonic IPS LED VX2276-SHD 21.5″ ৳10,200.00 (StarTech)
সর্বমোট খরচ : ৳৬৯,৫০০.০০ টাকা
এই বিল্ডে আসলে পরিবর্তন বা আপগ্রেড করার সূযোগ খূব কম। খরচ কমানোর সূযোগও খূব কম। কিবোর্ড এবং মাউস, কেসিং, মনিটর মোটামুটি সাধারণ মানের নেয়া হয়েছে। একমাত্র জিপিইউ এ হয়তো কিছু কম-বেশী করতে পারেন।
ভাল থাকুন।
ফেসবুক মন্তব্য