জানুয়ারী ২০, ২০২৪ থেকে মেট্রোরেল এ সকাল-সন্ধ্যা মানে সকাল ৭:১০ থেকে রাত ৮:৪০ পর্যন্ত চলাচল শুরু হয়েছে। আমি দুপুরের পর বের হলাম শিল্পকলা একাডেমির উদ্দেশে। উত্তরা উত্তর মেট্রোষ্টেশনে পৌছে দেখি মোটামুটি ভালই ভীড় আছে। বিশেষ করে টিকেট কাটার লাইন বেশ লম্বা। আমার এমআরি পাস থাকায় সোজা প্লাটফর্মে পৌছে গেলাম। আমি ট্রেনে না চড়ে কিছু ছবি তুললাম। পরের ট্রেনে উঠে সিট পেলাম, কিন্তু অনেকে দাঁড়িয়ে ছিলো। পরের দুই ষ্টেশন থেকে অল্প কিছু যাত্রী উঠলো। কিন্তু পল্লবী আসতেই ভালই ভীড়। এরপর থেকে যাত্রী কেবল উঠছেই, নামছে কয়েকজন।
সন্ধ্যায় ফেরার সময় বসার আর সূযোগ পেলাম না। পুরোটা সময় দাঁড়িয়ে আসতে হলো। প্রতিটি ষ্টেশন থেকে লোক কেবল উঠছেই। আগারগাঁও এসে বেশ কিছু যাত্রী নামলো, উঠলো মনে হয় সমপরিমান। তবে পল্লবী আসার পর কোচ কিছুটা হালকা হলো।
উত্তরা উত্তর ষ্টেশনে নামার পর দেখি নিচের টিকেট কাউন্টারের সামনে রীতিমতো জনসমুদ্র।
ফেসবুক মন্তব্য