গত কয়েক মাস ধরে রেডিও’তে মিডিয়াম ওয়েভ শুনছি নিয়মিত। বাংলােশ বেতার ছাড়াও অন্যান্য বেতার কেন্দ্র টিউন করা এবং আইেন্টিফাই করার মধ্যে দারুণ আনন্দ পাচ্ছি। যদিও বেশীর ভাগ ষ্টেশন ভারতীয় আকাশবাণী। এর বাইরে থাইল্যান্ড, নেপাল, মিয়নমার এর ষ্টেশনও পাওয়া যায়। তবে শরৎকালে আরো দূরের ষ্টেশন ও পাওয়া যায়।
গত শরতে একরাতে রেডিও পাকিস্তান ধরতে সক্ষম হয়েছিলাম। সেটার রেকর্ডিং রেখে দিয়েছিলাম ইউটিউবে। শুনে দেখতে পারেন।
ফেসবুক মন্তব্য