নামের বানান দেখে উচ্চারণ কি হবে সেটা নিয়ে কিছুটা দোটানায় ছিলাম শুরুতে। আবার বাংলায় কি ভাবে লিখবো সেটাও ভাবাচ্ছিলো। শেষতক বাংলায় ‘রেডিয়ো’ লেখাই ঠিক হবে মনে হলো। যদিও উচ্চারণ সেই আদি ‘রেডিও’ ই। গত ৫ বছরের মধ্যে আমার কেনা ২য় রেডিও এই রেডিয়ো আর-১০৮ আর ৩য় রেডিও ১৯৯০ সালের পরে। হাতে টেকসান পিএল-৩১০ইটি থাকার পর এই রেডিও কেনার অন্যতম কারণ ছিলো এয়ার ব্যান্ড।
এই রেডিও’র ফিচার গুলি হলো
- Frequency range:
- Longwave: 150-450 kHz)
- Mediumwave/AM: 520-1710 kHz w/10 kHz steps, 522-1620 kHz w/9kHz steps
- Shortwave: 1711-29,999 kHz
- FM: 87.5-108 and 64-108 MHz
- AIR: 118-137 MHz
- ATS memory scans on all bands
- 500 available preset memories
- Squelch control
- Direct keypad entry of frequencies
- Clock function with sleep timer, snooze and alarm (buzzer or radio)
- Keylock
- FM stereo
- AM bandwidths: 6, 4, 3, 2, and 1 kHz selections
- Music/Voice audio modes
- Built-in intelligent charger for included 3.7V 1500 mAh Li-ion battery pack
সবগুলি ব্যান্ডেই রিসেপশন ভাল। আমি বিশেষভাবে মিডিয়াম ওয়েভ এর রিসেপশন এর কথা বলবো। রেডিও সাইজে ছোট, সে হিসেবে এর ভিতরের ফেরাইট রড এন্টেনাও অপেক্ষাকৃত ছোট হওয়ার কথা। কিন্তু মিডিয়াম ওয়েভ রিসেপশন সে তুলনায় বেশ ভাল বলতেই হবে। এই রেডিও’তেও এক্সটার্নাল এন্টেনা লাগানোর জন্য আলাদা পোর্ট আছে। এটি খূবই ভাল একটি ফিচার যে কোন রেডিও’তে।
এয়ার ব্যান্ড ভালই কাজ করে। তবে এখানে বলে রাখা ভাল আমি শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের খূব কাছেই থাকি। দূরে গিয়ে কথনও পরখ করা হয়নি এর রিসেপশন। তবে সমস্যা হলো এই বিমান বন্দরে বিমান উঠা-নামার সংখ্য খূবই কম। তাই বেশ অনেকক্ষন পর পর কথোপকথন শোনা যায়।
খারাপ দিক : স্পিকারের আওয়াজ বেশ কম। ফুল ভলিউমে দিলেও মনে হয় আওয়াজ আরেকটু বেশী হলে ভাল হতো। তাই ইয়ারফোন দিয়ে শোনা ভাল। ডাইরেক্ট ফ্রিকোয়েন্সী ইনপুট দেয়া যায় বলা হলেও আগে একটা বাটন চেপে তারপর ফ্রিকোয়েন্সী দিতে হয়। এটা খূবই বিরক্তিকর।
দাম বর্তমানে আরো কম। আমি ব্যাকপ্যাক এর মাধ্যমে আমাজন (ইউএসএ) থেকে আনিয়েছিলাম। আমার খরচ হয়েছিলো প্রায় ৬২০০ টাকার মতো। বর্তমানে আলি এক্সপ্রেসে এই রেডিও’টি পাওয়া যাচ্ছে SIHUADON R-108 নামে। দাম ৪১.২৫ ডলার, শিপিং ছাড়া।
হ্যাপি ডিএক্সইং
ফেসবুক মন্তব্য