বেইলী স্কয়ারে ‘৮০ এর দশকে শবেবরাতে দুপুরের পর থেকেই শুরু হতো হালুয়া-রুটি বিলানো। মিনিটে মিনিটে বেল বাজতো বাসার, হয় কেউ দিতে এসেছে না হয় নিতে। আর সন্ধ্যার পর পটকাবাজি। আমরা পোলাপানরা তখন পটকাবাজির ফাঁকে ফাঁকে এক আধটু নামাজ পড়তাম। আর চলতো আড্ডাবাজি। ‘৯০ এর দশকে মোহাম্মদপুর বাবর রোডে এসে দেখা গেল পটকাবাজি আর আতশবাজির ব্যাপকতা। আর এখন উত্তরায় এসে নো পটকাবাজি। আর হালুয়া-রুটি চাইতেও তেমন কেউ আসে না।
ফেসবুক ষ্ট্যাটাস জুলাই ১৭, ২০১১
ছবি : ইন্টারনেট
ফেসবুক মন্তব্য