মিডিয়াম ওয়েভ এর ঠিক পর থেকেই মানে ১৭১০ কিলোহার্টস এর পর থেকে ৩০০০০ কিলোহার্টজ পর্যন্ত পুরোটাই শর্টওয়েভ। তবে এতে বেশ কিছু ভাগ আছে। ভাগ বলতে কিছু কিছু ফ্রিকোয়েন্সী রেঞ্জ আছে যেগুলি ব্যান্ড নামে পরিচিত। এই ব্যান্ডগুলিতে বিভিন্ন রেডিও ষ্টেশন তাদের অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। আবার কিছু ব্যান্ড আছে রেডিও এমেচারদের জন্য।
শর্টওয়েভ মোটামুটিভাবে ১৩টি ব্যান্ড আছে, যেগুলি ব্রডকাষ্ট ব্যান্ড, মানে রেডিও সম্প্রচার হয়ে থাকে এসব ব্যান্ডে। ১২০ মিটার, ৯০, মিটার, ৭৫ মিটার, ৬০ মিটার, ৪৯ মিটার, ৪১ মিটার, ৩১মিটার, ২৫ মিটার, ২২ মিটার, ১৯ মিটার, ১৬ মিটার, ১৩ মিটার এবং ১১ মিটার ব্যান্ড। নিচের ছবিতে প্রতিটি ব্যান্ডের ফ্রিকোয়েন্সী রেঞ্জ মেগাহার্টজ এবং কিলোহার্টজে দেয়া আছে।
শর্টওয়েভ সম্প্রচার অনেক কিছুর উপর নির্ভর করে যেমন সূর্য, আয়োনোস্ফিয়ার এবং পৃথিবীপৃষ্ঠের সাথে এই দুই এর মিথস্ক্রিয়ার উপর। ফলে দিনের সব সময় সব ব্যান্ডে একইরকম ভাবে শর্টওয়েভ সম্প্রচার শোনা যায় না। সাধারণভাবে বলা যায় দিনের বেলা ১৩ মেগাহার্টজের উপরের ফ্রিকোয়েন্সীতে এবং রাতের বেলা ১৩ মেগাহার্টজের নিচের ফ্রিকোয়েন্সীতে শর্টওয়েভ অপেক্ষাকৃত ভাল শোনা যায়।
শর্টওয়েভ শোনার সর্বোত্তম সময় (যখন সবচেয়ে শক্তিশালী এবং পরিষ্কার হয়) সূর্যোদয় এবং সূর্যাস্তের কাছাকাছি সময়। সূর্যোদয় এবং সূর্যাস্তে ২ ঘন্টার মতো সময় থাকে যখন শর্টওয়েভে সবচাইতে ভাল শোনা যায়, কখনও কখনও এটি ৩ থেকে ৪ ঘন্টা পর্যন্ত হয়ে থাকে।
দিনের বেলা শোনার জন্য উপযোগী শর্টওয়েভ ব্যান্ড সমূহ
রাতের বেলা শোনার জন্য উপযোগী শর্টওয়েভ ব্যান্ড সমূহ
হ্যাপি ডিএক্সইং …
তথ্যসূত্র : ইন্টারনেট
ফেসবুক মন্তব্য